বৃষ্টি উপেক্ষা করে সিলেট নগরের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ করছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। তাঁদের সাথে সংহতি জানিয়ে বিক্ষোভে শামিল হয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। নগরের আলিয়া মাদরাসা মাঠের সম্মুখ রাস্তা থেকে জিন্দাবাজার পয়েন্ট পর্যন্ত গোটা এলাকার নিয়ন্ত্রণ নিয়েছেন ছাত্র-জনতা। বৃষ্টিতে ভিজে মুহুর্মুহু স্লোগানে দিচ্ছে তারা। এসময় বিক্ষোভকারীরা সরকার পতনের নানা স্লোগান দেন।
শহীদ মিনার এলাকায় শিক্ষার্থীদের পানি ও বিস্কিট বিতরণ করছেন অভিভাবকরা।
এদিকে, বেলা তিনটার দিকে নগরের দরগাহ গেট এলাকার নুরজাহান হসপিটালের সামনে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ওই এলাকার মহানগর ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা অবস্থান নেন। এরপর সেই রাস্তা দিয়ে চৌহাট্টাগামী শিক্ষর্থীদের বাধা দেন তারা। এ খবর ছড়িয়ে পড়লে আন্দোলনকারীরা মিছিল নিয়ে দরগাহ গেট এলাকার দিকে আসতে থাকেন। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ। একপর্যায়ে পিছু হটেন ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা। পরে পুলিশ এলে পরিস্থিতি শান্ত হয়।
এর আগে শনিবার (৩ আগস্ট) দুপুর থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হতে থাকে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। সেখানে তাদের সাথে যোগ দেন নানা শ্রেণী পেশার মানুষ।
বিকেল সাড়ে চারটায় এ প্রতিবেদন লেখার সময় কয়েক হাজার ছাত্র-জনতা শহীদ মিনার এলাকায় জড়ো হয়ে স্লোগানে দিচ্ছেন।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, সব ধরনের অনাকাঙ্খিত বা বিশৃঙ্খল পরিস্থিতি ঠেকাতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। চৌহাট্টা, বন্দরবাজার ও জিন্দাবাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।
তিনি বলেন, আন্দোলনকারীরা শান্তিপুর্ণভাবে কর্মসুচি পালন করলে পুলিশ তাদের বাধা দিবে না। তবে তারা বিশৃঙ্খলা করলে পুলিশ প্রতিহত করবে।