পেশাগত দায়িত্ব পালনকালে গুলিতে নিহত হওয়া সাংবাদিক এটিএম তুরাবের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার গণভবনে প্রধানমন্ত্রীর অনুদান গ্রহণ করেন তুরাবের ভাই। অনুদানের মধ্যে ছিলো পারিবারিক সঞ্চয়পত্রের ১০ লাখ টাকার চেক ও নগদ ৫০ হাজার টাকা।
কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৯ জুন সিলেট নগরের বন্দরবাজারে পেশাগত দায়িত্ব পালনের সময় গুলিতে নিহত হন দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি ও স্থানীয় দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার এটিএম তুরাব।
তুরাবের ভাই আবুল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার সরকারি খরচে ফ্লাইটে আমরা ঢাকায় পৌছাই। আজ দুপুরে গণভবনে আমার হাতে মাননীয় প্রধানমন্ত্রী নগদ ৫০ হাজার টাকা ও সঞ্চয়পত্রের ১০ লাখ টাকার চেক তুলে দেন।