সিলেটের ওসমানীনগর থেকে ৭টি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এসময় আন্তঃজেলা চোর চক্রের ৭ সদস্যকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার ও বৃহস্পতিবার রাতে উপজেলার কুরুয়া বাজার, দয়ামীর, হবিগঞ্জ জেলার মিরপুর বাজার ও সিলেটর দক্ষিণ সুরমার লাউয়াই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলো- সুহেল মিয়া (২৭), রিমন মিয়া (২১), হাসান আহমদ (২৫), মিছির আলী (৩২), আব্দুল ওয়াদুদ সালমান (২৮), ওয়াহিদ মিয়া (২৮) ও আনিছ মিয়া (৩২)।
আজ শুক্রবার সকালে ওসমানীনগর থানায় প্রেস কনফারেন্স করে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান।
পুলিশ জানায়, বুধবার রাতে উপজেলার কুরুয়া বাজারে চোরাই সিএনজি অটোরিকশা ক্রয় বিক্রয় হওয়ার খবর পায় পুলিশ। পরে চোরাই গাড়ি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত তিনজনকে আটক করা হয়। পরে তদের দেওয়া তথ্যমতে বদিকের আটক করা হয়ে। উদ্ধার হওয়া সিএনজি অটোরিকশার বাজার মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।
আটককৃতদের বিরুদ্ধে ওসমানীনগর থানায় মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে তারা সবাই আন্তঃজেলা চোর চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।