কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ ও হামলার ঘটনায় সিলেটের বিভিন্ন ইউনিট থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের স্বেচ্ছায় পদত্যাগ করছেন।
সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা থেকে আজ বুধবার পর্যন্ত সিলেট বিভাগের ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের অন্তত ৪ জন নেতা পদত্যাগ করেছেন। পদত্যাগকারী নেতারা তাদের নিজস্ব ফেসবুক প্রোফাইলে এ ঘোষণা দেন।
পদত্যাগকৃতরা হলেন- গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক তাহমিদ হোসেন, সিলেট মহানগরের ১৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি ফেরদৌস খান হিমেল, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭ নং সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি সৈয়দ দিনুল আহমদ, একই উপজেলার ৫ নং চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সহসভাপতি রুজেল আহমদ ইসলাম।
গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক তাহমিদ হোসেন লেখেন, ‘যে ছাত্রলীগ মরলে ৯০% মানুষ আলহামদুলিল্লাহ বলে, সেই সংগঠনের একজন কর্মী থেকে আজকে বিদায় নিলাম…! ( আমি গোলাপগঞ্জ পৌর- ছাএলীগ এর উপ-দপ্তর সম্পাদক)।’
প্রসঙ্গত- ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ছাত্রলীগের অন্তত সারাদেশে অন্তত ১২৪ জন নেতাকর্মী পদত্যাগের ঘোষণা দেন।