০৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটসহ ১৩ জেলায় বইছে তাপপ্রবাহ, অব্যাহত থাকার আভাস

সিলেটসহ দেশের ১৩টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকবে আরও কয়েকদিন। মঙ্গলবার (১৬ জুলাই) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।একইসাথে দেশের ২৭টি জেলার কোথাও কোথাও মাঝারি ধরনের ও ভারী বর্ষণ হতে পারে বলে সংস্থাটি জানিয়েছে।

এতে বলা হয়েছে, সিলেটের ৪টি জেলা, রংপুরের ৮টি জেলা, ময়মনসিংহের ৪টি জেলা ও চট্টগ্রামের জেলা ১১টি জেলাসহ মোট ২৭টি জেলার কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

অন্যদিকে সিলেটের ৪ জেলা ও রংপুরের ৮টি জেলা এবং ফেনী জেলাসহ মোট ১৩টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে আরও কিছুদিন।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সিলেট, রংপুর, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে শ্রীমঙ্গলে ৫৩ মিলিমিটার, সিলেট ৩৩ মিলিমিটার। আর গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর, সৈয়দপুর, ডিমলা ও শ্রীমঙ্গলে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

সিলেটসহ ১৩ জেলায় বইছে তাপপ্রবাহ, অব্যাহত থাকার আভাস

প্রকাশিত: ০২:৫৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪

সিলেটসহ দেশের ১৩টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকবে আরও কয়েকদিন। মঙ্গলবার (১৬ জুলাই) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।একইসাথে দেশের ২৭টি জেলার কোথাও কোথাও মাঝারি ধরনের ও ভারী বর্ষণ হতে পারে বলে সংস্থাটি জানিয়েছে।

এতে বলা হয়েছে, সিলেটের ৪টি জেলা, রংপুরের ৮টি জেলা, ময়মনসিংহের ৪টি জেলা ও চট্টগ্রামের জেলা ১১টি জেলাসহ মোট ২৭টি জেলার কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

অন্যদিকে সিলেটের ৪ জেলা ও রংপুরের ৮টি জেলা এবং ফেনী জেলাসহ মোট ১৩টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে আরও কিছুদিন।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সিলেট, রংপুর, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে শ্রীমঙ্গলে ৫৩ মিলিমিটার, সিলেট ৩৩ মিলিমিটার। আর গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর, সৈয়দপুর, ডিমলা ও শ্রীমঙ্গলে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস।