০৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কোম্পানীগঞ্জ সীমান্তে নিহত দুই বাংলাদেশির লাশ হস্তান্তর

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে খাসিয়াদের গুলিতে নিহত দুই বাংলাদেশি নাগরিকের লাশ হস্তান্তর করা হয়েছে।

প্রায় ২৬ ঘন্টা পর সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে লাশগুলো হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

এর আগে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে পতাকা বৈঠক চলে দীর্ঘ সময়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ লাশ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত দুই যুবক হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার কালীবাড়ি গ্রামের আলী হোসেন (৩০) ও কাওসার আহমদ (৩২)।

স্থানীয় সূত্র জানায়, আলী হোসেন, কাওসার আহমদ ও নবী হোসেন সীমান্তের ওপার থেকে পণ্য নিয়ে আসার জন্য গত রোববার কোন এক সময় অবৈধভবে ভারতের ভেতর  প্রবেশ করেন। বিকাল ৩টায় খবর পাওয়া যায় ভারতীয় খাসিয়াদের গুলিতে আলী ও কাওসার নিহত হয়েছেন। এর কিছুক্ষণ পর গুরুতর আহত হয়ে ফিরে আসেন নবী হেসেন। তাকে সিলেট এম এজি ওসমানী মেডিক্যাল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কোম্পানীগঞ্জ সীমান্তে নিহত দুই বাংলাদেশির লাশ হস্তান্তর

প্রকাশিত: ০৭:৫৭:৪০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে খাসিয়াদের গুলিতে নিহত দুই বাংলাদেশি নাগরিকের লাশ হস্তান্তর করা হয়েছে।

প্রায় ২৬ ঘন্টা পর সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে লাশগুলো হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

এর আগে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে পতাকা বৈঠক চলে দীর্ঘ সময়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ লাশ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত দুই যুবক হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার কালীবাড়ি গ্রামের আলী হোসেন (৩০) ও কাওসার আহমদ (৩২)।

স্থানীয় সূত্র জানায়, আলী হোসেন, কাওসার আহমদ ও নবী হোসেন সীমান্তের ওপার থেকে পণ্য নিয়ে আসার জন্য গত রোববার কোন এক সময় অবৈধভবে ভারতের ভেতর  প্রবেশ করেন। বিকাল ৩টায় খবর পাওয়া যায় ভারতীয় খাসিয়াদের গুলিতে আলী ও কাওসার নিহত হয়েছেন। এর কিছুক্ষণ পর গুরুতর আহত হয়ে ফিরে আসেন নবী হেসেন। তাকে সিলেট এম এজি ওসমানী মেডিক্যাল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।