হবিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে দুই সাংবাদিক ও পুলিশসহ ৪০ জন আহত হয়েছেন। রোববার (১০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়।
এই সংঘর্ষে মাইটিভির জেলা প্রতিনিধি নীরঞ্জন গোস্বামী শুভ ও দেশটিভির জেলা প্রতিনিধি আমীর হামজা পুলিশের ছোড়া ছররা গুলিতে আহত হয়েছেন। তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে নীরঞ্জন গোস্বামী শুভর চোখে গুরুতর আঘাতের কারণে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে শায়েস্তানগর এলাকার পইল রোডে হবিগঞ্জ জেলা বিএনপির মানববন্ধন হয়। নেতারা বক্তব্য রাখার পর মানববন্ধন শান্তিপূর্ণভাবেই শেষ হয়। এরপরই একদল নেতাকর্মী পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন। তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকেন। তখন পুলিশ পিছু হটে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুঁড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান বলেন, তাদের মানববন্ধন শান্তিপূর্ণভাবেই সমাপ্ত হয়। এরপর একদল দুর্বৃত্ত পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। তারা আমাদের নেতাকর্মী নন। তবে এই সংঘর্ষে বিএনপির প্রায় ২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।