বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া ৪ বিষয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলোর নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। বিষয়গুলোর পরীক্ষা ১৩, ১৮, ২০ ও ২২ আগস্ট অনুষ্ঠিত হবে। তবে অন্যান্য বিষয়ের পরীক্ষা আগের রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে।
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ চন্দ্র পাল জানান, স্থগিত ৪ বিষয়ের পরীক্ষা আগের সময়সূচি অনুযায়ী হওয়ার কথা ছিলো ৩০ জুন বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, ২ জুলাই বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র, ৪ জুলাই ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র ও ৭ জুলাই ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র।
তিনি আরও জানান, আগের রুটিনে ৯ জুলাই ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আবশ্যিক) বিষয়ের পরীক্ষা। এখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আবশ্যিক) বিষয়ের পরীক্ষা দিয়েই সিলেট বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে।
এ বছর সিলেট শিক্ষা বোর্ডের অধিনে ৩০৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮২ হাজার ৭৯৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় বসবে।