১১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের দিকে তেড়ে গেলেন শাবির দুই সহকারী প্রক্টর

ভলিবল খেলায় ‘স্লেজিং’কে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার একপর্যায়ে মারমুখো হয়ে শিক্ষার্থীদের দিকে তেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই সহকারী প্রক্টরের বিরুদ্ধে।

গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে এ ঘটনা ঘটে। অভিযুক্ত দুই সহকারী প্রক্টর পরিসংখ্যান বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল ইসলাম এবং সমুদ্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আজিজুল ফজল।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ে চলমান আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতায় পরিসংখ্যান বিভাগ এবং পলিটিক্যাল স্টাডিজ বিভাগের খেলায় উভয় পক্ষের মাঝে স্লেজিংয়ের ঘটনা ঘটে। এ সময় প্রক্টরিয়াল বডির সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। পলিটিক্যাল স্টাডিজ বিভাগের জয়ের পরও কিছুক্ষণের মধ্যে দুইপক্ষকেই স্লেজিং করতে দেখা যায়। উভয় বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বিষয়টি হাতাহাতি ও ধাক্কা-ধাক্কিতে গড়ায়। এ সময় প্রক্টরিয়াল বডির ওই দুই সদস্যকে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের দিকে মারমুখো ভঙ্গিতে এগিয়ে যেতে দেখা যায়।

খেলা শেষে ঘটনাস্থল থেকে ধারণ করা এক ভিডিওতে প্রক্টরিয়াল বডির ওই দুই সদস্যকে মারমুখো ভঙ্গিতে এগিয়ে যেতে দেখা যায়। এবং সেসময় ওই দুই শিক্ষককে পেছন থেকে শিক্ষার্থীরা টেনে আটকানোর চেষ্টা করছেন বলেও লক্ষ্য করা যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি শুনেছি স্লেজিংয়ের এমন ঘটনা ঘটেছে এবং সেটার সমাধানও হয়েছে তবে সহকারী প্রক্টরদের এমন আচরণের বিষয়টি আমার জানা নেই। আমি বিষয়টি দেখব।

বিষয়
আলোচিত

শিক্ষার্থীদের দিকে তেড়ে গেলেন শাবির দুই সহকারী প্রক্টর

প্রকাশিত: ০৬:২২:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩

ভলিবল খেলায় ‘স্লেজিং’কে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার একপর্যায়ে মারমুখো হয়ে শিক্ষার্থীদের দিকে তেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই সহকারী প্রক্টরের বিরুদ্ধে।

গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে এ ঘটনা ঘটে। অভিযুক্ত দুই সহকারী প্রক্টর পরিসংখ্যান বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল ইসলাম এবং সমুদ্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আজিজুল ফজল।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ে চলমান আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতায় পরিসংখ্যান বিভাগ এবং পলিটিক্যাল স্টাডিজ বিভাগের খেলায় উভয় পক্ষের মাঝে স্লেজিংয়ের ঘটনা ঘটে। এ সময় প্রক্টরিয়াল বডির সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। পলিটিক্যাল স্টাডিজ বিভাগের জয়ের পরও কিছুক্ষণের মধ্যে দুইপক্ষকেই স্লেজিং করতে দেখা যায়। উভয় বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বিষয়টি হাতাহাতি ও ধাক্কা-ধাক্কিতে গড়ায়। এ সময় প্রক্টরিয়াল বডির ওই দুই সদস্যকে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের দিকে মারমুখো ভঙ্গিতে এগিয়ে যেতে দেখা যায়।

খেলা শেষে ঘটনাস্থল থেকে ধারণ করা এক ভিডিওতে প্রক্টরিয়াল বডির ওই দুই সদস্যকে মারমুখো ভঙ্গিতে এগিয়ে যেতে দেখা যায়। এবং সেসময় ওই দুই শিক্ষককে পেছন থেকে শিক্ষার্থীরা টেনে আটকানোর চেষ্টা করছেন বলেও লক্ষ্য করা যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি শুনেছি স্লেজিংয়ের এমন ঘটনা ঘটেছে এবং সেটার সমাধানও হয়েছে তবে সহকারী প্রক্টরদের এমন আচরণের বিষয়টি আমার জানা নেই। আমি বিষয়টি দেখব।