০৬:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
অব্যাহতি প্রসঙ্গে চুন্নু

রওশন এরশাদের কোনো ক্ষমতা নেই, তার ঘোষণা বিত্তহীন

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে অব্যাহতি দিয়ে নিজেকে চেয়ারম্যান হিসেবে রওশন এরশাদের ঘোষণা নলেজে (আমলে) নেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। জি এম কাদেরের পাশাপাশি মুজিবুল হক চুন্নুকেও অব্যাহতি দিয়েছেন রওশন এরশাদ।

রোববার (২৮ জানুয়ারি) বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

চুন্নু বলেন, দলের গঠনতন্ত্রে দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে এমন কোনো ক্ষমতা দেওয়া হয়নি। তাই রওশনের ঘোষণার কোনো ভিত্তি নেই।

এর আগে আজ দুপুর পৌনে ১টার দিকে ঢাকার গুলশানের বাসায় এক মতবিনিময় সভায় রওশন এরশাদ জাপার চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মজিবুল হককে বহিষ্কার অব্যাহতি দেন। এসময় নিজেকে তিনি দলের চেয়ারম্যান ও কাজী মামুনুর রশিদকে মহাসচিব ঘোষণা করেন।

বিষয়টি নিয়ে মুজিবুল হক বলেন, প্রত্যেকটি দলের গঠনতন্ত্র আছে। জাতীয় পার্টি জাতীয় সংসদ নির্বাচন করেছে। প্রতীক বরাদ্দ দিয়েছেন জি এম কাদের। কাজেই নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তিনি দলের চেয়ারম্যান। গঠনতন্ত্রে এমন কোনো ধারা নেই যে দলের প্রধান পৃষ্ঠপোষক কাউকে বাদ দেবেন। রওশন এর আগেও জি এম কাদেরকে বহিষ্কার করেছেন। এটা তৃতীয়বার। পরে ঘোষণা আবার প্রত্যাহারও করেছেন।

রওশনের ঘোষণা প্রসঙ্গে মুজিবুল হক বলেন, আমরা এটা নলেজে (আমলে) নিচ্ছি না। এর ভিত্তি নেই। গঠনতন্ত্রে তার (রওশন) এ ধরনের কোনো ক্ষমতা নেই।

চুন্নু ও জিএম কাদের আর টিকতে পারবেন না- বহিষ্কৃতদের এমন বক্তব্য প্রসঙ্গে চুন্নু বলেন, অবান্তর কথা। এগুলো একদম অশিক্ষিত মানুষের মতো। অনিয়ম বা গঠনতন্ত্রের বাইরে মনের মাধুরী মিশিয়ে যে কেউ কিছু বলতেই পারে। এ ধরনের কথারই কোনো ভিত্তি নেই। গঠনতন্ত্র অনুযায়ী এ ধরনের কথা বলার সুযোগ নেই। তাদের এসব সিদ্ধান্ত আমরা আমলে নিচ্ছি না। এজন্য এটা নিয়ে আমাদের কোনো প্রতিক্রিয়া নেই।

রওশনের বিরুদ্ধে দলীয় কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, রওশন এরশাদ আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের স্ত্রী। ওনাকে শ্রদ্ধা করি। সেই শ্রদ্ধার কারণে ওনাকে পার্টির প্রধান পৃষ্ঠপোষক করা হয়। প্রধান পৃষ্ঠপোষকের দলীয় সিদ্ধান্তের বিষয়ে কোনো রকম ক্ষমতা নেই, কোনো রকম সুযোগ নেই। অলংকারিক পদ। কাজেই অলংকারিক পদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। যারা বলছেন তারা কেউ দলের সঙ্গে সম্পৃক্ত না।

চুন্নু আরও বলেন, দলের প্রেসিডিয়াম ও নির্বাহী কমিটির মিটিং ডাকা হবে, সেখানে আমাদের রাজনীতি ও নির্বাচন নিয়ে বিশ্লেষণ করা হবে। জাতীয় পার্টি গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। প্রেসিডিয়াম, নির্বাহী কমিটি, জেলা কমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো জাতীয় পার্টির নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে।

সূত্র: জাগো নিউজ

অব্যাহতি প্রসঙ্গে চুন্নু

রওশন এরশাদের কোনো ক্ষমতা নেই, তার ঘোষণা বিত্তহীন

প্রকাশিত: ০৪:৩৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে অব্যাহতি দিয়ে নিজেকে চেয়ারম্যান হিসেবে রওশন এরশাদের ঘোষণা নলেজে (আমলে) নেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। জি এম কাদেরের পাশাপাশি মুজিবুল হক চুন্নুকেও অব্যাহতি দিয়েছেন রওশন এরশাদ।

রোববার (২৮ জানুয়ারি) বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

চুন্নু বলেন, দলের গঠনতন্ত্রে দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে এমন কোনো ক্ষমতা দেওয়া হয়নি। তাই রওশনের ঘোষণার কোনো ভিত্তি নেই।

এর আগে আজ দুপুর পৌনে ১টার দিকে ঢাকার গুলশানের বাসায় এক মতবিনিময় সভায় রওশন এরশাদ জাপার চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মজিবুল হককে বহিষ্কার অব্যাহতি দেন। এসময় নিজেকে তিনি দলের চেয়ারম্যান ও কাজী মামুনুর রশিদকে মহাসচিব ঘোষণা করেন।

বিষয়টি নিয়ে মুজিবুল হক বলেন, প্রত্যেকটি দলের গঠনতন্ত্র আছে। জাতীয় পার্টি জাতীয় সংসদ নির্বাচন করেছে। প্রতীক বরাদ্দ দিয়েছেন জি এম কাদের। কাজেই নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তিনি দলের চেয়ারম্যান। গঠনতন্ত্রে এমন কোনো ধারা নেই যে দলের প্রধান পৃষ্ঠপোষক কাউকে বাদ দেবেন। রওশন এর আগেও জি এম কাদেরকে বহিষ্কার করেছেন। এটা তৃতীয়বার। পরে ঘোষণা আবার প্রত্যাহারও করেছেন।

রওশনের ঘোষণা প্রসঙ্গে মুজিবুল হক বলেন, আমরা এটা নলেজে (আমলে) নিচ্ছি না। এর ভিত্তি নেই। গঠনতন্ত্রে তার (রওশন) এ ধরনের কোনো ক্ষমতা নেই।

চুন্নু ও জিএম কাদের আর টিকতে পারবেন না- বহিষ্কৃতদের এমন বক্তব্য প্রসঙ্গে চুন্নু বলেন, অবান্তর কথা। এগুলো একদম অশিক্ষিত মানুষের মতো। অনিয়ম বা গঠনতন্ত্রের বাইরে মনের মাধুরী মিশিয়ে যে কেউ কিছু বলতেই পারে। এ ধরনের কথারই কোনো ভিত্তি নেই। গঠনতন্ত্র অনুযায়ী এ ধরনের কথা বলার সুযোগ নেই। তাদের এসব সিদ্ধান্ত আমরা আমলে নিচ্ছি না। এজন্য এটা নিয়ে আমাদের কোনো প্রতিক্রিয়া নেই।

রওশনের বিরুদ্ধে দলীয় কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, রওশন এরশাদ আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের স্ত্রী। ওনাকে শ্রদ্ধা করি। সেই শ্রদ্ধার কারণে ওনাকে পার্টির প্রধান পৃষ্ঠপোষক করা হয়। প্রধান পৃষ্ঠপোষকের দলীয় সিদ্ধান্তের বিষয়ে কোনো রকম ক্ষমতা নেই, কোনো রকম সুযোগ নেই। অলংকারিক পদ। কাজেই অলংকারিক পদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। যারা বলছেন তারা কেউ দলের সঙ্গে সম্পৃক্ত না।

চুন্নু আরও বলেন, দলের প্রেসিডিয়াম ও নির্বাহী কমিটির মিটিং ডাকা হবে, সেখানে আমাদের রাজনীতি ও নির্বাচন নিয়ে বিশ্লেষণ করা হবে। জাতীয় পার্টি গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। প্রেসিডিয়াম, নির্বাহী কমিটি, জেলা কমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো জাতীয় পার্টির নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে।

সূত্র: জাগো নিউজ