নির্বাচন বাতিল, খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি ও সরকার পতনের এক দফা দাবিতে ডাকা সোমবারের সকাল-সন্ধ্যা হরতাল পিছিয়ে মঙ্গলবার পালন করবে বিএনপি।
রবিবার দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চ্যুয়ালি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে সোমবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ। এর কারণে হরতাল পেছানো হয়েছে বলে জানিয়েছেন রুহুল কবির রিজভী।
উল্লেখ্য, গতকাল শনিবার কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ মারা যান।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শনিবার সন্ধ্যায় এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশে হরতাল কর্মসূচি ঘোষণা করেছিলেন।