গত ২৮ অক্টোবর বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সহিংসতার পর আত্মগোপনে চলে যায় বিএনপির শীর্ষ থেকে ওয়াডপর্যায়ের নেতাকর্মীরা। ৪৯ দিন পর আজ (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসের র্যালির করতে নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতা-কর্মীরা। বেলা ১১টার পর থেকে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে শনিবার রাজধানীতে যৌথভাবে শোভাযাত্রা করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। দুপুর ১টায় শুরু হওয়ার কথা থাকলেও তা ২টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়ে শান্তিনগরে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। ডিএমপি ইতোমধ্যে শোভাযাত্রার মৌখিক অনুমতি দিয়েছে বিএনপিকে।
এদিকে শোভাযাত্রা ঘিরে বেলা ১১টার পর থেকে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। তারা এখন বিএনপি কার্যালয়ের সামনের সড়কে মিছিল করছেন। মিছিল থেকে একতরফা নির্বাচনের তফসিল বাতিল এবং সরকারের পদত্যাগ ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
সরজমিনে দেখা যায়, ঢাকা জেলা বিএনপি, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে নয়াপল্টনে আসছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিজয়নগর থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে উঠেছে।
বিএনপির এই র্যালিকে ঘিরে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের পাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা যায়, গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ৪৯ দিন পর রাজপথে শোভাযাত্রার এ কর্মসূচিতে ব্যাপক জনসমাগম ঘটানোর পরিকল্পনা রয়েছে বিএনপির শীর্ষ নেতাদের। আত্মগোপনে থাকা দলের নেতাকর্মীরাও এতে যোগ দিচ্ছেন।
সূত্র : ঢাকাপোস্ট