০২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশির অভিযোগ, পুলিশের অস্বীকার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিককার্যালয়ে পুলিশ অভিযান চালিয়েছে বলে অভিযোগ করেছেনদলটির নেতারা। বুধবার রাত পৌনে ১১টার সময় পুলিশের গুলশানজোনের এডিসির নেতৃত্বে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের পোশাকে এবং সাদা পোশাকে পুলিশের ১৫ সদস্যেরএকটি দল বিএনপির গুলশান কার্যালয়ে প্রবেশ করে বলে জানান নেতারা। তবে পুলিশ তা অস্বীকার করেছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার অভিযোগ করেন, কার্যালয়ের বিভিন্ন রুম তল্লাশি চালায় পুলিশ।আগামীকাল ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ বুদ্ধিজীবীস্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর জন্য এনে রাখা ফুলের রিং নিয়ে যায়। এছাড়া বৃহস্পতিবার সকালে যে কেউ চেয়ারপারসন কার্যালয়ে এলেতাকে গ্রেপ্তার করা হবে বলেও শাসিয়ে যায়। প্রায় ১৫ মিনিট অবস্থান করে কার্যালয়ের বিভিন্ন কক্ষ পুলিশ ভিডিও করে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম ঢাকা টাইমসকে বলেন, কার্যালয়ের ভেতরে পুলিশ ঢোকেনি। ওই এলাকায় যে টহল পুলিশ সদস্য কর্তব্যরত ছিলেন তারা ফুলসহ বিভিন্ন আয়োজন দেখে জানার জন্য সেখানে যায়। এরপর পুলিশ সদস্যরা চলে আসেন। বুদ্ধিজীবী স্মৃতিসৌধের জন্য তাদের যে ফুল ছিল সেগুলো নেয়নি পুলিশ। এছাড়া স্মৃতিসৌধে যেতে নিষেধ করা হয়নি। তারা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে পারবেন। এ নিয়ে কোনো বাধা নেই।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার সকাল ৮টায় বিএনপিচেয়ারপারসনের কার্যালয় থেকে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রওনাদেয়ার কথা রয়েছে নেতাকর্মীদের।

বিষয়

খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশির অভিযোগ, পুলিশের অস্বীকার

প্রকাশিত: ০৬:১২:০০ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিককার্যালয়ে পুলিশ অভিযান চালিয়েছে বলে অভিযোগ করেছেনদলটির নেতারা। বুধবার রাত পৌনে ১১টার সময় পুলিশের গুলশানজোনের এডিসির নেতৃত্বে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের পোশাকে এবং সাদা পোশাকে পুলিশের ১৫ সদস্যেরএকটি দল বিএনপির গুলশান কার্যালয়ে প্রবেশ করে বলে জানান নেতারা। তবে পুলিশ তা অস্বীকার করেছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার অভিযোগ করেন, কার্যালয়ের বিভিন্ন রুম তল্লাশি চালায় পুলিশ।আগামীকাল ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ বুদ্ধিজীবীস্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর জন্য এনে রাখা ফুলের রিং নিয়ে যায়। এছাড়া বৃহস্পতিবার সকালে যে কেউ চেয়ারপারসন কার্যালয়ে এলেতাকে গ্রেপ্তার করা হবে বলেও শাসিয়ে যায়। প্রায় ১৫ মিনিট অবস্থান করে কার্যালয়ের বিভিন্ন কক্ষ পুলিশ ভিডিও করে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম ঢাকা টাইমসকে বলেন, কার্যালয়ের ভেতরে পুলিশ ঢোকেনি। ওই এলাকায় যে টহল পুলিশ সদস্য কর্তব্যরত ছিলেন তারা ফুলসহ বিভিন্ন আয়োজন দেখে জানার জন্য সেখানে যায়। এরপর পুলিশ সদস্যরা চলে আসেন। বুদ্ধিজীবী স্মৃতিসৌধের জন্য তাদের যে ফুল ছিল সেগুলো নেয়নি পুলিশ। এছাড়া স্মৃতিসৌধে যেতে নিষেধ করা হয়নি। তারা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে পারবেন। এ নিয়ে কোনো বাধা নেই।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার সকাল ৮টায় বিএনপিচেয়ারপারসনের কার্যালয় থেকে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রওনাদেয়ার কথা রয়েছে নেতাকর্মীদের।