১২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে জমি নিয়ে বিরোধের জেরে পিটিয়ে হত্যা

ছবি-প্রতীকী

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক শিক্ষানবিশ আইনজীবি খুন হয়েছেন।

তাঁর নাম নিজাম উদ্দিন রাকিব (৩০)।  এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আরও একজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের তৈলিআব্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নিজাম গ্রামের আজিম উদ্দিনে ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে গ্রামের আব্দুস ছোবহান, খলিলুর রহমান করিম মিয়া এবং শুকুর মিয়া গংদের সাথে নিজাম উদ্দিনদের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। শুক্রবার সকালে বিরোধ জমিতে নিজাম ও তার ভাই হেলাল চাষাবাদ করতে গেলে প্রতিপক্ষরা লাঠিসোঠা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে মারা যান নিজাম। গুরুতর আহত হন নাজিমের বড় ভাই হেলাল। তাঁর অবস্থাও আশংকাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বিনয় ভূষণ রায় জানান, জমি সক্রান্ত বিরোধের জেরে খুনের এ ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত আছে।


সর্বশেষ খবর বাঙালনিউজ এর গুগল নিউজ চ্যানেলে


শ্রীমঙ্গলে জমি নিয়ে বিরোধের জেরে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৫:৪১:১১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক শিক্ষানবিশ আইনজীবি খুন হয়েছেন।

তাঁর নাম নিজাম উদ্দিন রাকিব (৩০)।  এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আরও একজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের তৈলিআব্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নিজাম গ্রামের আজিম উদ্দিনে ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে গ্রামের আব্দুস ছোবহান, খলিলুর রহমান করিম মিয়া এবং শুকুর মিয়া গংদের সাথে নিজাম উদ্দিনদের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। শুক্রবার সকালে বিরোধ জমিতে নিজাম ও তার ভাই হেলাল চাষাবাদ করতে গেলে প্রতিপক্ষরা লাঠিসোঠা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে মারা যান নিজাম। গুরুতর আহত হন নাজিমের বড় ভাই হেলাল। তাঁর অবস্থাও আশংকাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বিনয় ভূষণ রায় জানান, জমি সক্রান্ত বিরোধের জেরে খুনের এ ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত আছে।


সর্বশেষ খবর বাঙালনিউজ এর গুগল নিউজ চ্যানেলে