১২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

অফিস শেষে বাড়ি ফেরা হলো না শাহিনের

প্রতীকী ছবি

মৌলভীবাজারের কুলাউড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর নাম শাহীন আহমদ (৩০)। মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে উপজেলার বরমচাল খাদিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহীন উপজেলার তুকলি গ্রামের মৃত আব্দুল জব্বাবের ছেলে। তিনি ভাটেরা বনবিভাগের ফরেস্ট গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, অফিস শেষে বিকেলে সাড়ে ৪টার দিকে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন শাহীন ও তাঁর আকের সহকর্মী। এ সময় রাস্তার পাশে মোটরসাইকেলটি পার্কিং করে বসা ছিলেন শাহীন। হঠাৎ বিপরীতদিক থেকে আসা একটি মোটরসাইকেল শাহীনের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক শাহীনকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) ক্যশৈন্যু মারমা বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে।


সর্বশেষ খবর বাঙালনিউজ এর গুগল নিউজ চ্যানেলে


 

অফিস শেষে বাড়ি ফেরা হলো না শাহিনের

প্রকাশিত: ০৯:১১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪

মৌলভীবাজারের কুলাউড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর নাম শাহীন আহমদ (৩০)। মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে উপজেলার বরমচাল খাদিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহীন উপজেলার তুকলি গ্রামের মৃত আব্দুল জব্বাবের ছেলে। তিনি ভাটেরা বনবিভাগের ফরেস্ট গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, অফিস শেষে বিকেলে সাড়ে ৪টার দিকে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন শাহীন ও তাঁর আকের সহকর্মী। এ সময় রাস্তার পাশে মোটরসাইকেলটি পার্কিং করে বসা ছিলেন শাহীন। হঠাৎ বিপরীতদিক থেকে আসা একটি মোটরসাইকেল শাহীনের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক শাহীনকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) ক্যশৈন্যু মারমা বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে।


সর্বশেষ খবর বাঙালনিউজ এর গুগল নিউজ চ্যানেলে