০৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মৌলভীবাজারে বন্যার পানিতে ডুবে শিশুসহ ৩ জনের মৃত্যু

মৌলভীবাজারে বন্যার পানিতে ডুবে এক শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) মৌলভীবাজার সদর ও বড়লেখা উপজেলায় এসব ঘটনা ঘটেছে।

নিহতরা হলো- পশ্চিম শ্যামেরকোনা গ্রামের ফয়সাল মিয়ার ছেলে সাদী মিয়া (৮), একই গ্রামের জমির আলীর ছেলে হৃদয় আহমেদ (১৬) ও বড়লেখা উপজেলার ভাগাডহর গ্রামের মো. সমছ উদ্দিনের মেয়ে আয়শা বেগম (১২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বন্যার পানিতে তিন জন সাঁতার কাটতে গিয়ে স্রোতের টানে ডুবে ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় জীবিত উদ্ধার করা হয়েছে একজনকে। অপরদিকে বড়লেখায় বাড়ির পাশে বন্যার পানি দেখতে ঘর থেকে বেরিয়ে যায় আয়েশা বেগম। একপর্যায়ে বন্যার পানিতে ডুবে সে মারা যায়। পরে স্বজনরা তার লাশ উদ্ধার করেন। সে স্থানীয় গল্লাসাঙ্গন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়তো।

সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

বিষয়

মৌলভীবাজারে বন্যার পানিতে ডুবে শিশুসহ ৩ জনের মৃত্যু

প্রকাশিত: ০৬:২৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪

মৌলভীবাজারে বন্যার পানিতে ডুবে এক শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) মৌলভীবাজার সদর ও বড়লেখা উপজেলায় এসব ঘটনা ঘটেছে।

নিহতরা হলো- পশ্চিম শ্যামেরকোনা গ্রামের ফয়সাল মিয়ার ছেলে সাদী মিয়া (৮), একই গ্রামের জমির আলীর ছেলে হৃদয় আহমেদ (১৬) ও বড়লেখা উপজেলার ভাগাডহর গ্রামের মো. সমছ উদ্দিনের মেয়ে আয়শা বেগম (১২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বন্যার পানিতে তিন জন সাঁতার কাটতে গিয়ে স্রোতের টানে ডুবে ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় জীবিত উদ্ধার করা হয়েছে একজনকে। অপরদিকে বড়লেখায় বাড়ির পাশে বন্যার পানি দেখতে ঘর থেকে বেরিয়ে যায় আয়েশা বেগম। একপর্যায়ে বন্যার পানিতে ডুবে সে মারা যায়। পরে স্বজনরা তার লাশ উদ্ধার করেন। সে স্থানীয় গল্লাসাঙ্গন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়তো।

সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।