জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএতে দেওয়া সাহায্য স্থগিতের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রসহ ৯ দেশ। গত ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনার সঙ্গে সংস্থাটির কয়েকজন কর্মী জড়িত থাকতে পারে, ইসরায়েলের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার সাহায্য স্থগিতের এ ঘোষণা দেয় তারা। খবর রয়টার্সের
দেশগুলো হলো- ব্রিটেন, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, যুক্তরাষ্ট, অস্ট্রেলিয়া ও কানাডা। এর আগে ইউরোপের ছয় দেশ এ ঘোষণা দিলেও শনিবার যুক্তরাষ্ট, অস্ট্রেলিয়া ও কানাডা এ ঘোষণা দেয়।
এ ঘটনায় এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে নিন্দা জানিয়েছেন ইউএনআরডব্লিউএর কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি। এ ধরনের সিদ্ধান্তকে তিনি অতিশয় বেদনাদায়ক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, গাজার ২০ লাখ মানুষের জন্য এই অতিরিক্ত যৌথ শাস্তির প্রয়োজন ছিল না।
ইউএনআরডব্লিউএ শুক্রবার বলেছে, বেশ কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে ইতোমধ্যে তদন্ত শুরু করা হয়েছে। তাদেরকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।