০৮:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো চীন

চীনের পশ্চিম জিনজিয়াং অঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ছয়জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত ও ধসে পড়েছে ১২০টিরও বেশি বাড়িঘর। খবর- এপি।

চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র জানিয়েছে, মঙ্গলবার গভীর রাত ২টার দিকে আকসু প্রিফেকচারের মান্দারিনের উচতুর্পান কাউন্টি (উশি কাউন্টি নামে পরিচিত) ভূমিকম্পে কেঁপে ওঠে। সকাল ৮টা পর্যন্ত ৪০টি আফটারশক রেকর্ড করা হয়েছে। ওই এলাকাটি তুলনামূলক কম জনবসতিপূর্ণ। প্রায় ২০০ উদ্ধারকারীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার কিরগিজস্তান-জিনজিয়াং সীমান্ত অঞ্চলে এই ভূমিকম্পে বেশ কিছু মানুষ আহত হওয়ার পাশাপাশি বাড়িঘর ধসে পড়েছে।

জিনজিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের সরকারের অফিশিয়াল ওয়েইবো অ্যাকাউন্টে পোস্টে জানানো হয়েছে, আহত ছয়জনের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। ৪৭টি বাড়ি ধসে পড়েছে, ৭৮টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া কিছু কৃষি কাঠামো ধসে পড়েছে। ভূমিকম্পে ভেঙে পড়া বিদ্যুতের লাইন দ্রুত ঠিক করা হয়েছে।

জিনজিয়াং ভূমিকম্প সংস্থা বলছে, ভূমিকম্পের কেন্দ্র উচতুর্পান কাউন্টি থেকে প্রায় ৫০ কিলোমিটারে দূরে অবস্থিত। কেন্দ্রের ২০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে গ্রামের সংখ্যা পাঁচটি।

বিষয়

৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো চীন

প্রকাশিত: ১১:০০:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪

চীনের পশ্চিম জিনজিয়াং অঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ছয়জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত ও ধসে পড়েছে ১২০টিরও বেশি বাড়িঘর। খবর- এপি।

চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র জানিয়েছে, মঙ্গলবার গভীর রাত ২টার দিকে আকসু প্রিফেকচারের মান্দারিনের উচতুর্পান কাউন্টি (উশি কাউন্টি নামে পরিচিত) ভূমিকম্পে কেঁপে ওঠে। সকাল ৮টা পর্যন্ত ৪০টি আফটারশক রেকর্ড করা হয়েছে। ওই এলাকাটি তুলনামূলক কম জনবসতিপূর্ণ। প্রায় ২০০ উদ্ধারকারীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার কিরগিজস্তান-জিনজিয়াং সীমান্ত অঞ্চলে এই ভূমিকম্পে বেশ কিছু মানুষ আহত হওয়ার পাশাপাশি বাড়িঘর ধসে পড়েছে।

জিনজিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের সরকারের অফিশিয়াল ওয়েইবো অ্যাকাউন্টে পোস্টে জানানো হয়েছে, আহত ছয়জনের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। ৪৭টি বাড়ি ধসে পড়েছে, ৭৮টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া কিছু কৃষি কাঠামো ধসে পড়েছে। ভূমিকম্পে ভেঙে পড়া বিদ্যুতের লাইন দ্রুত ঠিক করা হয়েছে।

জিনজিয়াং ভূমিকম্প সংস্থা বলছে, ভূমিকম্পের কেন্দ্র উচতুর্পান কাউন্টি থেকে প্রায় ৫০ কিলোমিটারে দূরে অবস্থিত। কেন্দ্রের ২০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে গ্রামের সংখ্যা পাঁচটি।