বাংলাদেশে ভোটাধিকার ইস্যুতে জাতিসংঘ অব্যাহতভাবে সম্পৃক্ত রয়েছে। এমন তথ্যই জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক।
একইসঙ্গে কোনও ধরনের হয়রানি ও ভীতি ছাড়াই বাংলাদেশের জনগণ যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারেন তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন তিনি।
স্থানীয় সময় মঙ্গলবার (১২ ডিসেম্বর) জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশে আসন্ন নির্বাচনকে ঘিরে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এই মন্তব্য করেন।
জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, এ বিষয়টি নিয়ে আমরা অব্যাহতভাবে সম্পৃক্ত রয়েছি এবং আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজনের জন্য আহ্বান জানাতে থাকব, যেখানে কোনও ধরনের ভীতি প্রদর্শন এবং প্রতিবন্ধকতা ছাড়াই যেন বাংলাদেশের সকল নাগরিক ভোট দিতে পারে।
পরে ওই সাংবাদিক বাংলাদেশে শ্রম অধিকার নিয়ে পৃথক প্রশ্ন করেন। তিনি বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শ্রম অধিকারের বিষয়ে আলাদা বিবৃতি দিয়েছে। আপনি জানেন, গার্মেন্টস শ্রমিকরা তাদের ন্যূনতম মজুরি পাওয়ার জন্য সংগ্রাম করছেন। অথচ সরকার তাদের ওপর আক্রমণ করছে এবং তারা তাদের বেতনও পাচ্ছেন না। তাতে কি…
এসময় ডুজারিক তাকে থামিয়ে দিয়ে বলেন, আমি এটি দেখিনি। এ বিষয়ে আমি আপনাকে আন্তর্জাতিক শ্রম সংস্থার সহকর্মীদের সাথে যোগাযোগ করতে উৎসাহিত করব।
উল্লেখ্য, বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি এবং আগামী ৭ জানুয়ারির জাতীয় নির্বাচন ঘিরে নাগরিক পরিসর সংকুচিত হওয়ায় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক ৬ সংগঠনের উদ্বেগ। এক যৌথ বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বজুড়ে মানবাধিকার নিয়ে কাজ করা ওই ছয় সংগঠন।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের (আরএফকেএইচআর) ওয়েবসাইটে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে।