০৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আর কিছুদিন বাদেই নস্টালজিয়া হবো: পরিমনি

জনপ্রিয় ও আলোচিত চিত্র নায়িকা পরীমনি কলকাতার শহরের  হলুদ ট্যাক্সি আর  ট্রাম নিয়ে একটি পোষ্ট দিয়েছেন শুত্রুবার। 

কলকাতা এলাকা ম্যানশন করে এই পোষ্টে  দেয়ালের  একটি পেইন্ট রয়েছে।  যার সামনে দাঁড়িয়ে দেয়ালে  হেলান দিয়ে কপালে হাত দিয়ে ভাবছেন। এমনই একটি পিক দিয়েছেন । আর রয়েছে   ফ্রেমে বাঁধানো পেইন্টে  রাস্তায় চলাচল করা  একটি হলুদ ট্যাক্সি,সিএনজি ও পথচারী।

পোস্টে  লিখেছেন,’ এই তো আর কিছুদিন বাদেই নস্টালজিয়া হবো কলকাতার শহরে হলুদ ট্যাক্সি ছিলো বলে। মনে হতো এগুলো এই শহরের গয়না। এত এত বছরের এই ট্রাম আর হলুদ ট্যাক্সি এভাবে দেয়ালেই ঝুলবে !

এভাবেই প্রশ্ন রেখেছেন পরী মনি। বিস্মিত হয়েছেন। কপালে হাত রেখে ভেবেছেন কলকাতার হলুদ ট্যাক্সি আর ট্রাম নিয়ে। যদিও পেইন্টিতে ট্রামের কোন ছবি নেই। এরপরও ট্রাম নিয়ে তার অনুভূতি প্রকাশ করেছেন।

এটি দেখেই পরীমনির পোষ্টে অনেকে কমেন্ট করছেন।তাদের একজন আশিকুর রহমান শোভন। তিনি কমেন্টে  লিখেছেন, ‘হলুদ ট্যাক্সি,  ট্রাম,  এসপ্লানেড,  কলেজ স্ট্রিট সব কিছুই অদ্ভুত আবেগ আর মুগ্ধতা।  মনে হয় নিজের ফেলা আসা কোনো শহর’।

আর কিছুদিন বাদেই নস্টালজিয়া হবো: পরিমনি

প্রকাশিত: ০৭:১৫:৩১ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪

জনপ্রিয় ও আলোচিত চিত্র নায়িকা পরীমনি কলকাতার শহরের  হলুদ ট্যাক্সি আর  ট্রাম নিয়ে একটি পোষ্ট দিয়েছেন শুত্রুবার। 

কলকাতা এলাকা ম্যানশন করে এই পোষ্টে  দেয়ালের  একটি পেইন্ট রয়েছে।  যার সামনে দাঁড়িয়ে দেয়ালে  হেলান দিয়ে কপালে হাত দিয়ে ভাবছেন। এমনই একটি পিক দিয়েছেন । আর রয়েছে   ফ্রেমে বাঁধানো পেইন্টে  রাস্তায় চলাচল করা  একটি হলুদ ট্যাক্সি,সিএনজি ও পথচারী।

পোস্টে  লিখেছেন,’ এই তো আর কিছুদিন বাদেই নস্টালজিয়া হবো কলকাতার শহরে হলুদ ট্যাক্সি ছিলো বলে। মনে হতো এগুলো এই শহরের গয়না। এত এত বছরের এই ট্রাম আর হলুদ ট্যাক্সি এভাবে দেয়ালেই ঝুলবে !

এভাবেই প্রশ্ন রেখেছেন পরী মনি। বিস্মিত হয়েছেন। কপালে হাত রেখে ভেবেছেন কলকাতার হলুদ ট্যাক্সি আর ট্রাম নিয়ে। যদিও পেইন্টিতে ট্রামের কোন ছবি নেই। এরপরও ট্রাম নিয়ে তার অনুভূতি প্রকাশ করেছেন।

এটি দেখেই পরীমনির পোষ্টে অনেকে কমেন্ট করছেন।তাদের একজন আশিকুর রহমান শোভন। তিনি কমেন্টে  লিখেছেন, ‘হলুদ ট্যাক্সি,  ট্রাম,  এসপ্লানেড,  কলেজ স্ট্রিট সব কিছুই অদ্ভুত আবেগ আর মুগ্ধতা।  মনে হয় নিজের ফেলা আসা কোনো শহর’।