০৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নিক্সন চৌধুরীর টাকা বিতরণের ভিডিও ভাইরাল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বড় শোডাউন করতে নেতাকর্মীদের হাতে নগদ টাকা দিয়েছেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান নিক্সন চৌধুরী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। 

ওই ভিডিওতে দেখা যায়, বক্তব্যের শেষের দিকে নিক্সন চৌধুরী বলছেন, আগামী শনিবার ভাঙ্গার আলগীতে আপনারা একটা বড় শোডাউন করবেন। নির্বাচনের আচরণবিধির জন্য আপনাদের কিছু বলতে পারতেছি না। তবে আপনারা খিচুড়ি খাবেন, সে ব্যবস্থা আমি করে দিতে পারি।

জানা গেছে, বৃহস্পতিবার (২৮ ডিসেম্বে) বেলা সাড়ে ১২টার দিকে ভাঙ্গা থানা সংলগ্ন এলাকায় টেম্পু স্ট্যান্ডের শ্রমিকদের সাথে মতবিনিময় করেন দ্বাদশ জাতীয় সংসদের এই স্বতন্ত্র প্রার্থী।

নির্বাচনী আচারণ বিধির ১(৩) ধারায় বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানে চাঁদা, অনুদান ইত্যাদি প্রদান নিষিদ্ধ। কোনো প্রার্থী কিংবা তাহার পক্ষ হইতে অন্য কোনো ব্যক্তি নির্বাচন-পূর্ব সময়ে প্রার্থীর নির্বাচনী এলাকায় বসবাসকারী কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা ওই এলাকা বা অন্যত্র অবস্থিত কোনো প্রতিষ্ঠানে প্রকাশ্যে বা গোপনে কোনো প্রকার চাঁদা বা অনুদান প্রদান করিতে বা প্রদানের অঙ্গীকার করিতে পারিবেন না।

এছাড়াও আচারণ বিধির ১৮(১) ধারায় বলা হয়েছে, বিধিমালার বিধানলঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ।-(১) কোনো প্রার্থী বা তাহার পক্ষে অন্য ব্যক্তি নির্বাচন-পূর্ব সময়ে এই বিধিমালার কোনো বিধানলঙ্ঘন করিলে অনধিক ছয় মাসের কারাদণ্ড অথবা অনধিক পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন।

এ ব্যাপারে ফরিদপুর জেলা প্রশাসক ও নির্বাচনী রিটারিং কর্মকর্তা মো. কামরুল আহসান তালুকদার বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে তথ্যপ্রমাণসহ কেউ অভিযোগ করলে আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র : ঢাকা মেইল

বিষয়

নিক্সন চৌধুরীর টাকা বিতরণের ভিডিও ভাইরাল

প্রকাশিত: ০৫:০৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বড় শোডাউন করতে নেতাকর্মীদের হাতে নগদ টাকা দিয়েছেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান নিক্সন চৌধুরী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। 

ওই ভিডিওতে দেখা যায়, বক্তব্যের শেষের দিকে নিক্সন চৌধুরী বলছেন, আগামী শনিবার ভাঙ্গার আলগীতে আপনারা একটা বড় শোডাউন করবেন। নির্বাচনের আচরণবিধির জন্য আপনাদের কিছু বলতে পারতেছি না। তবে আপনারা খিচুড়ি খাবেন, সে ব্যবস্থা আমি করে দিতে পারি।

জানা গেছে, বৃহস্পতিবার (২৮ ডিসেম্বে) বেলা সাড়ে ১২টার দিকে ভাঙ্গা থানা সংলগ্ন এলাকায় টেম্পু স্ট্যান্ডের শ্রমিকদের সাথে মতবিনিময় করেন দ্বাদশ জাতীয় সংসদের এই স্বতন্ত্র প্রার্থী।

নির্বাচনী আচারণ বিধির ১(৩) ধারায় বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানে চাঁদা, অনুদান ইত্যাদি প্রদান নিষিদ্ধ। কোনো প্রার্থী কিংবা তাহার পক্ষ হইতে অন্য কোনো ব্যক্তি নির্বাচন-পূর্ব সময়ে প্রার্থীর নির্বাচনী এলাকায় বসবাসকারী কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা ওই এলাকা বা অন্যত্র অবস্থিত কোনো প্রতিষ্ঠানে প্রকাশ্যে বা গোপনে কোনো প্রকার চাঁদা বা অনুদান প্রদান করিতে বা প্রদানের অঙ্গীকার করিতে পারিবেন না।

এছাড়াও আচারণ বিধির ১৮(১) ধারায় বলা হয়েছে, বিধিমালার বিধানলঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ।-(১) কোনো প্রার্থী বা তাহার পক্ষে অন্য ব্যক্তি নির্বাচন-পূর্ব সময়ে এই বিধিমালার কোনো বিধানলঙ্ঘন করিলে অনধিক ছয় মাসের কারাদণ্ড অথবা অনধিক পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন।

এ ব্যাপারে ফরিদপুর জেলা প্রশাসক ও নির্বাচনী রিটারিং কর্মকর্তা মো. কামরুল আহসান তালুকদার বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে তথ্যপ্রমাণসহ কেউ অভিযোগ করলে আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র : ঢাকা মেইল