১২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে প্রকাশ্যে গুলিতে নিহত ২

চট্টগ্রামে প্রকাশ্যে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে বায়েজিদ বোস্তামী থানার অনন্যা আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাসুদ কায়সার (৩২) ও মোহাম্মদ আনিস (৩৮)। তাদের বাড়ি হাটহাজারী উপজেলার পশ্চিম কুয়াইশ এলাকায়।

তারা দুজনই আওয়ামী লীগের সমর্থক এবং হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইউনুস গণি চৌধুরীর অনুসারী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আনিস ও কায়সার অক্সিজেন-কুয়াইশ সড়কে হেঁটে যাচ্ছিলেন। নাহার কমিউনিটি সেন্টারের কাছে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি চালায়। গুলিতে দুজনই মাটিতে লুটিয়ে পড়েন।

চট্টগ্রামের ভারপ্রাপ্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং প্রাথমিকভাবে জানা গেছে, এটি আগের বিরোধের জেরে ঘটেছে।

বিষয়

চট্টগ্রামে প্রকাশ্যে গুলিতে নিহত ২

প্রকাশিত: ১২:২১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪

চট্টগ্রামে প্রকাশ্যে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে বায়েজিদ বোস্তামী থানার অনন্যা আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাসুদ কায়সার (৩২) ও মোহাম্মদ আনিস (৩৮)। তাদের বাড়ি হাটহাজারী উপজেলার পশ্চিম কুয়াইশ এলাকায়।

তারা দুজনই আওয়ামী লীগের সমর্থক এবং হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইউনুস গণি চৌধুরীর অনুসারী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আনিস ও কায়সার অক্সিজেন-কুয়াইশ সড়কে হেঁটে যাচ্ছিলেন। নাহার কমিউনিটি সেন্টারের কাছে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি চালায়। গুলিতে দুজনই মাটিতে লুটিয়ে পড়েন।

চট্টগ্রামের ভারপ্রাপ্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং প্রাথমিকভাবে জানা গেছে, এটি আগের বিরোধের জেরে ঘটেছে।