০৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ, নিহত ১

গাজীপুরের শ্রীপুরে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় তিনটি পুলিশ বক্স ভাঙচুর ও পাঁচটি গাড়িতে আগুন দেন বিক্ষুব্ধরা। সংঘর্ষে জাকির হোসেন নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে শ্রীপুর থানার ওসি এ তথ্য নিশ্চিত করেন।

ওসি আকবর আলী খান জানান, দুপুরে মাওনা চৌরাস্তায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের সময় মাথায় আঘাত পেয়ে জাকির হোসেন নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তার বাড়ি সাতক্ষীরায়। বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।

এর আগে বেলা ১১টা থেকে মাওনা চৌরাস্তার আশপাশে উত্তেজনা দেখা দেয়। দফায় দফায় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ চলে। পরে পুলিশ রাবার বুলেট, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় বেশ কয়েকজন আহত হন।

গাজীপুরে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ, নিহত ১

প্রকাশিত: ১০:৫১:০১ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪

গাজীপুরের শ্রীপুরে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় তিনটি পুলিশ বক্স ভাঙচুর ও পাঁচটি গাড়িতে আগুন দেন বিক্ষুব্ধরা। সংঘর্ষে জাকির হোসেন নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে শ্রীপুর থানার ওসি এ তথ্য নিশ্চিত করেন।

ওসি আকবর আলী খান জানান, দুপুরে মাওনা চৌরাস্তায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের সময় মাথায় আঘাত পেয়ে জাকির হোসেন নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তার বাড়ি সাতক্ষীরায়। বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।

এর আগে বেলা ১১টা থেকে মাওনা চৌরাস্তার আশপাশে উত্তেজনা দেখা দেয়। দফায় দফায় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ চলে। পরে পুলিশ রাবার বুলেট, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় বেশ কয়েকজন আহত হন।