০৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

হাত জোড় করে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইলেন পলক

ছবি-সংগৃহীত

হাত জোড় করে দেশেরে পাঁচ কোটি শিক্ষার্থীর কাছে ক্ষমা চেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, ‘আমাদের ভুল থাকতে পারে, অপরাধ থাকতে পারে। ভুলের শাস্তি আপনারা আমাদেরকে দেবেন। ভুল সংশোধনের সুযোগ দেবেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভুল বুঝবেন না। কারণ শেখ হাসিনা যদি নিরাপদ না থাকেন তাহলে বাংলাদেশ নিরাপদ থাকবে না।’

শুক্রবার বিকেলে প্রতিমন্ত্রীর সিংড়ার বাসভবনে শোক দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন পলক।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘ছাত্র-ছাত্রীরা শান্তিপূর্ণ আন্দোলনে রাজপথে ছিল। তাদের কেউ আঘাত করেনি, তারাও বিশৃঙ্খলা করেনি। পুলিশ শান্তিপূর্ণ রাখার জন্য সহযোগিতা করেছে, কোথাও শক্তি প্রয়োগ করেনি। বিএনপি-জামায়াত, ছাত্রদল-ছাত্রশিবির, জঙ্গি-সন্ত্রাসীরা ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যেভাবে মানুষ হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখতো, সেই একইভাবে পুলিশ বাহিনীর সদস্য ও যুবলীগ কর্মীকে হত্যা করে ফুটওভার ব্রিজে ঝুলিয়ে রেখেছে।’

পলক বলেন, ‘তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল হয়ে থাকে, আমি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করছি। ইন্টারনেট ব্যাহত হওয়া এবং সামাজিক মাধ্যমে গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায় আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি।’

‘যেভাবেই হোক ছাত্রছাত্রীদের সঙ্গে আমাদের যে দূরত্ব এবং ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে, সেটা দূর করার উদ্যোগ নিতে হবে। সেটা আমাদের ঘর, প্রতিবেশী এবং প্রতিষ্ঠান থেকে করতে হবে। তাঁদের চোখের ভাষা বুঝতে হবে’, বলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী।

হাত জোড় করে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইলেন পলক

প্রকাশিত: ১১:০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪

হাত জোড় করে দেশেরে পাঁচ কোটি শিক্ষার্থীর কাছে ক্ষমা চেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, ‘আমাদের ভুল থাকতে পারে, অপরাধ থাকতে পারে। ভুলের শাস্তি আপনারা আমাদেরকে দেবেন। ভুল সংশোধনের সুযোগ দেবেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভুল বুঝবেন না। কারণ শেখ হাসিনা যদি নিরাপদ না থাকেন তাহলে বাংলাদেশ নিরাপদ থাকবে না।’

শুক্রবার বিকেলে প্রতিমন্ত্রীর সিংড়ার বাসভবনে শোক দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন পলক।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘ছাত্র-ছাত্রীরা শান্তিপূর্ণ আন্দোলনে রাজপথে ছিল। তাদের কেউ আঘাত করেনি, তারাও বিশৃঙ্খলা করেনি। পুলিশ শান্তিপূর্ণ রাখার জন্য সহযোগিতা করেছে, কোথাও শক্তি প্রয়োগ করেনি। বিএনপি-জামায়াত, ছাত্রদল-ছাত্রশিবির, জঙ্গি-সন্ত্রাসীরা ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যেভাবে মানুষ হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখতো, সেই একইভাবে পুলিশ বাহিনীর সদস্য ও যুবলীগ কর্মীকে হত্যা করে ফুটওভার ব্রিজে ঝুলিয়ে রেখেছে।’

পলক বলেন, ‘তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল হয়ে থাকে, আমি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করছি। ইন্টারনেট ব্যাহত হওয়া এবং সামাজিক মাধ্যমে গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায় আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি।’

‘যেভাবেই হোক ছাত্রছাত্রীদের সঙ্গে আমাদের যে দূরত্ব এবং ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে, সেটা দূর করার উদ্যোগ নিতে হবে। সেটা আমাদের ঘর, প্রতিবেশী এবং প্রতিষ্ঠান থেকে করতে হবে। তাঁদের চোখের ভাষা বুঝতে হবে’, বলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী।