শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার রাতে রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব এস এম রাহাত হাসনাত গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, রাত ৮টার দিকে বঙ্গভবনে প্রবেশ করেন তিন বাহিনীর প্রধানগণ এবং বৈষাম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল। প্রায় তিন ঘন্টার বেশি সময় ধরে চলা এই বৈঠক শেষ রাতে গণমাধ্যমকে ব্রিফ করে এই সিদ্ধান্তের কথা জানান আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।
শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল এবং অধ্যাপক তানজীম উদ্দিন খান ছিলেন। এছাড়া বৈঠকে তিন বাহিনীর প্রধানরাও উপস্থিত ছিলেন।
এর আগে শিক্ষার্থীরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেন। এতে সম্মত হন অধ্যাপক ইউনূসও।