০২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

তবে কি মন্ত্রিসভার আকার বাড়ছে!

যেকোনো সময় বাড়তে পারে মন্ত্রিসভার আকার। সরকার এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে গত তিন-চার দিন ধরে এমন গুঞ্জন চলছে। মন্ত্রিসভায় সংরক্ষিত আসনের একাধিক সংসদ সদস্যসহ বেশ কয়েকজনের স্থান পাওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সংরক্ষিত আসনের সংসদ সদস্যরা শপথ গ্রহণের পর মন্ত্রিসভা সম্প্রসারণের বিষয়টি নিয়ে গুঞ্জন আরও জোরালো হয়েছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক সূত্র জানায়, বেশ কয়েকটি মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী নিযুক্ত হতে পারেন। সংস্কৃতি মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী বা প্রতিমন্ত্রী আসছেন। অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী যুক্ত হতে পারেন।

দ্বাদশ জাতীয় নির্বাচনের পরে গঠিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভায় মোট ৩৭ জন সদস্য রয়েছেন। প্রধানমন্ত্রী বাদে ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী আছেন। শেখ হাসিনার আগের মন্ত্রিসভায় ৪৯ জন সদস্য ছিলেন। গতবারের তুলনায় এবারের মন্ত্রিসভা বেশ ছোট পরিসরে হয়েছে। একাধিক মন্ত্রণালয়ে কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী নেই। এমন অবস্থায় শিগগিরই মন্ত্রিসভা সম্প্রসারণ হতে পারে বলে মনে করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ নেতারা।

নতুন মন্ত্রিসভা সংসদ সদস্য নন এমন একজনকে টেকনোক্র্যাট সদস্য হিসেবে মন্ত্রিসভায় দেখা যেতে পারে বলেও আলোচনা রয়েছে। মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মির্জা আজম, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়, চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম মাহমুদ, সাবেক মুখ্যসচিব আহমেদ কায়কাউসের নাম দলের নেতা-কর্মীদের মধ্যে আলোচনায় রয়েছে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের মধ্যে আলোচনায় আছেন তারানা হালিম, মন্নুজান সুফিয়ান, রোকেয়া সুলতানা, সানজিদা খানম, ফরিদুন্নাহার লাইলী, মেহের আফরোজ চুমকি, ফজিলাতুন নেসা ইন্দিরা, শাম্মী আহমেদের নাম জোরালো আলোচনায় রয়েছে। এদের মধ্য থেকে একাধিক সংসদ সদস্যকে মন্ত্রিসভায় দেখা যাবে, এমন আভাস দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বর্তমান মন্ত্রিসভার পরিধি বাড়ছে কি না, এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এটি প্রধানমন্ত্রী বলতে পারেন। তবে কিছু মন্ত্রণালয় যেমন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় এগুলোতে কোনো না কোনো সময় মন্ত্রী আসবেন। সংরক্ষিত আসনে নির্বাচনের পর নারীদের মধ্যে থেকে মন্ত্রী আসতে পারেন।

তবে কি মন্ত্রিসভার আকার বাড়ছে!

প্রকাশিত: ০৮:৫১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪

যেকোনো সময় বাড়তে পারে মন্ত্রিসভার আকার। সরকার এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে গত তিন-চার দিন ধরে এমন গুঞ্জন চলছে। মন্ত্রিসভায় সংরক্ষিত আসনের একাধিক সংসদ সদস্যসহ বেশ কয়েকজনের স্থান পাওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সংরক্ষিত আসনের সংসদ সদস্যরা শপথ গ্রহণের পর মন্ত্রিসভা সম্প্রসারণের বিষয়টি নিয়ে গুঞ্জন আরও জোরালো হয়েছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক সূত্র জানায়, বেশ কয়েকটি মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী নিযুক্ত হতে পারেন। সংস্কৃতি মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী বা প্রতিমন্ত্রী আসছেন। অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী যুক্ত হতে পারেন।

দ্বাদশ জাতীয় নির্বাচনের পরে গঠিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভায় মোট ৩৭ জন সদস্য রয়েছেন। প্রধানমন্ত্রী বাদে ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী আছেন। শেখ হাসিনার আগের মন্ত্রিসভায় ৪৯ জন সদস্য ছিলেন। গতবারের তুলনায় এবারের মন্ত্রিসভা বেশ ছোট পরিসরে হয়েছে। একাধিক মন্ত্রণালয়ে কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী নেই। এমন অবস্থায় শিগগিরই মন্ত্রিসভা সম্প্রসারণ হতে পারে বলে মনে করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ নেতারা।

নতুন মন্ত্রিসভা সংসদ সদস্য নন এমন একজনকে টেকনোক্র্যাট সদস্য হিসেবে মন্ত্রিসভায় দেখা যেতে পারে বলেও আলোচনা রয়েছে। মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মির্জা আজম, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়, চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম মাহমুদ, সাবেক মুখ্যসচিব আহমেদ কায়কাউসের নাম দলের নেতা-কর্মীদের মধ্যে আলোচনায় রয়েছে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের মধ্যে আলোচনায় আছেন তারানা হালিম, মন্নুজান সুফিয়ান, রোকেয়া সুলতানা, সানজিদা খানম, ফরিদুন্নাহার লাইলী, মেহের আফরোজ চুমকি, ফজিলাতুন নেসা ইন্দিরা, শাম্মী আহমেদের নাম জোরালো আলোচনায় রয়েছে। এদের মধ্য থেকে একাধিক সংসদ সদস্যকে মন্ত্রিসভায় দেখা যাবে, এমন আভাস দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বর্তমান মন্ত্রিসভার পরিধি বাড়ছে কি না, এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এটি প্রধানমন্ত্রী বলতে পারেন। তবে কিছু মন্ত্রণালয় যেমন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় এগুলোতে কোনো না কোনো সময় মন্ত্রী আসবেন। সংরক্ষিত আসনে নির্বাচনের পর নারীদের মধ্যে থেকে মন্ত্রী আসতে পারেন।