০২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

চলমান প্রকল্পের কাজ শেষ করে নতুন প্রকল্প নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

চলমান উন্নয়ন প্রকল্প যত তাড়াতাড়ি সম্ভব সমাপ্ত এবং যথাযথ যাচাই-বাছাই করে নতুন পরিকল্পনা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, “আমাদের সেই চলমান প্রকল্পগুলো দ্রুত শেষ করতে হবে যেগুলোর খরচ কম। কারণ আমি মনে করি, আমরা যত তাড়াতাড়ি সেগুলো সম্পন্ন করব আরও বেশি সুবিধা পাব।”

বুধবার সকালে এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা কমিশনের সভায় সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আমরা একটি প্রকল্পের ফলাফল সম্পন্ন হওয়ার পরে পাই। তারপর আমরা নতুন প্রকল্প গ্রহণ করি।”

প্রকল্পগুলো শেষ করতে দেরি না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “নিশ্চিত করুন যে প্রকল্পগুলো বাস্তবায়নে কোনো বিলম্ব হবে না এবং বারবার প্রকল্পগুলো সম্পূর্ণ করার জন্য কোনো অপ্রয়োজনীয় সময় বাড়ানো হবে না।”

এসময় অপ্রয়োজনীয় বড় কোনো উন্নয়ন প্রকল্প না নেওয়ার জন্য পুনরায় আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি নির্দিষ্ট এলাকার জন্য প্রকল্পের প্রয়োজনীয়তা মূল্যায়ন, এর সুবিধার জন্য মানুষের অ্যাক্সেস এবং অর্থনীতিতে এর অবদানের মতো কিছু বিষয় যাচাই করে প্রকল্প গ্রহণের পরামর্শ দেন।

শেখ হাসিনা বলেন, “বড় প্রকল্প গ্রহণের ক্ষেত্রে অন্যান্য যে বিষয় বিবেচনায় রাখতে হবে তা হলো- প্রকল্পটি সম্পূর্ণ করতে কত টাকা লাগবে, কত টাকা ঋণ হবে, কত টাকা পরিশোধ করতে হবে, ঋণ পরিশোধ করতে বাংলাদেশ কত সময় পাবে এবং শেষ পর্যন্ত, বাংলাদেশ কি ঋণ পরিশোধ করতে সক্ষম?”

“যেকোনো মেগা প্রকল্প হাতে নেওয়ার ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো সঠিকভাবে বিশ্লেষণ করতে হবে”-বলেন শেখ হাসিনা।

তিনি ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট দেশে পরিণত করার জন্য তার সরকারের ঘোষণার কথা মাথায় রেখে পরিকল্পনা কমিশনকে ধারণা নিতে বলেন।

সূত্র: ঢাকা টাইমস

চলমান প্রকল্পের কাজ শেষ করে নতুন প্রকল্প নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ০৯:০০:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪

চলমান উন্নয়ন প্রকল্প যত তাড়াতাড়ি সম্ভব সমাপ্ত এবং যথাযথ যাচাই-বাছাই করে নতুন পরিকল্পনা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, “আমাদের সেই চলমান প্রকল্পগুলো দ্রুত শেষ করতে হবে যেগুলোর খরচ কম। কারণ আমি মনে করি, আমরা যত তাড়াতাড়ি সেগুলো সম্পন্ন করব আরও বেশি সুবিধা পাব।”

বুধবার সকালে এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা কমিশনের সভায় সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আমরা একটি প্রকল্পের ফলাফল সম্পন্ন হওয়ার পরে পাই। তারপর আমরা নতুন প্রকল্প গ্রহণ করি।”

প্রকল্পগুলো শেষ করতে দেরি না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “নিশ্চিত করুন যে প্রকল্পগুলো বাস্তবায়নে কোনো বিলম্ব হবে না এবং বারবার প্রকল্পগুলো সম্পূর্ণ করার জন্য কোনো অপ্রয়োজনীয় সময় বাড়ানো হবে না।”

এসময় অপ্রয়োজনীয় বড় কোনো উন্নয়ন প্রকল্প না নেওয়ার জন্য পুনরায় আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি নির্দিষ্ট এলাকার জন্য প্রকল্পের প্রয়োজনীয়তা মূল্যায়ন, এর সুবিধার জন্য মানুষের অ্যাক্সেস এবং অর্থনীতিতে এর অবদানের মতো কিছু বিষয় যাচাই করে প্রকল্প গ্রহণের পরামর্শ দেন।

শেখ হাসিনা বলেন, “বড় প্রকল্প গ্রহণের ক্ষেত্রে অন্যান্য যে বিষয় বিবেচনায় রাখতে হবে তা হলো- প্রকল্পটি সম্পূর্ণ করতে কত টাকা লাগবে, কত টাকা ঋণ হবে, কত টাকা পরিশোধ করতে হবে, ঋণ পরিশোধ করতে বাংলাদেশ কত সময় পাবে এবং শেষ পর্যন্ত, বাংলাদেশ কি ঋণ পরিশোধ করতে সক্ষম?”

“যেকোনো মেগা প্রকল্প হাতে নেওয়ার ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো সঠিকভাবে বিশ্লেষণ করতে হবে”-বলেন শেখ হাসিনা।

তিনি ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট দেশে পরিণত করার জন্য তার সরকারের ঘোষণার কথা মাথায় রেখে পরিকল্পনা কমিশনকে ধারণা নিতে বলেন।

সূত্র: ঢাকা টাইমস