বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির লক্ষ্যে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ এগিয়ে নিতে সৌদি আরবের কাছে আরও বিনিয়োগ প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতকে তিনি বলেন, ‘জনগণের আর্থ-সামাজিক অগ্রগতির জন্য আমাদের নেওয়া উদ্যোগগুলোকে এগিয়ে নিতে বাংলাদেশে আরও বিনিয়োগ করুন।’
মঙ্গলবার (২৩ জানুয়ারি) প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে একথা বলেন।
এর আগে, এদিন গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আলদুহাইলান। এসময় প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।
সৌদি আরব এবং দেশটির জনগণ বাংলাদেশের হৃদয়ের খুব কাছের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সৌদি আরব সবসময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। এসময় সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সহযোগিতার অঙ্গীকার করেন।
শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের সরকার ও জনগণ সৌদি আরব এবং দেশটির জনগণের মঙ্গল কামনা করেন। কারণ, তারা মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদের খাদেম।’
এরপর সরকার প্রধান হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীর কাছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদের এক অভিনন্দন বার্তা হস্তান্তর করেন রাষ্ট্রদূত।
বার্তায় যুবরাজ বাংলাদেশের উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।