০৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আনসারদের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া, গুলি

সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

রোববার রাত ৯ টা ২০ মিনিটে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের শুরুতে উভয়পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়।

এরপর পিছু হটেন শিক্ষার্থীরা। এখন শিক্ষার্থীরা রেল মন্ত্রণালয়ের সামনে অবস্থান করছেন। আনসার সদস্যরা আছেন জিরো পয়েন্ট এলাকায়। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এর আগে এক ফেসবুক পোস্টে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘সবাই রাজুতে আসেন। স্বৈরাচারীশক্তি আনসার হয়ে ফিরে আসতে চাচ্ছে। দাবি মানার পরও আমাদের সবাইকে সচিবালয়ে আটকে রাখা হয়েছে।’

বিষয়

আনসারদের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া, গুলি

প্রকাশিত: ১০:১৫:০৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪

সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

রোববার রাত ৯ টা ২০ মিনিটে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের শুরুতে উভয়পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়।

এরপর পিছু হটেন শিক্ষার্থীরা। এখন শিক্ষার্থীরা রেল মন্ত্রণালয়ের সামনে অবস্থান করছেন। আনসার সদস্যরা আছেন জিরো পয়েন্ট এলাকায়। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এর আগে এক ফেসবুক পোস্টে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘সবাই রাজুতে আসেন। স্বৈরাচারীশক্তি আনসার হয়ে ফিরে আসতে চাচ্ছে। দাবি মানার পরও আমাদের সবাইকে সচিবালয়ে আটকে রাখা হয়েছে।’