০৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কারফিউ মেনে চলার অনুরোধ সেনাবাহিনীর

জনসাধারণকে কারফিউ মেনে চলার পাশাপাশি সার্বিক সহযোগিতা করতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে চলমান সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির পুনরায় অবনতি হওয়ায় রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। জনগণের জান-মাল ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকল্পে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সংবিধান ও দেশের প্রচলিত আইনের আলোকে তার প্রতিশ্রুত দায়িত্ব পালন করবে।

প্রসঙ্গত, সরকার পতনের এক দফা দাবি আদায়ের লক্ষ্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আজ রোববার থেকে শুরু হয়েছে। এই কর্মসূচি ঘিরে সারা দেশে সংঘাত–সংঘর্ষ, গুলি, পাল্টাপাল্টি ধাওয়ায় এখন পর্যন্ত অন্তত ৯৩ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ১৪ জন পুলিশ সদস্য।

কারফিউ মেনে চলার অনুরোধ সেনাবাহিনীর

প্রকাশিত: ০৯:৫৫:১৬ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪

জনসাধারণকে কারফিউ মেনে চলার পাশাপাশি সার্বিক সহযোগিতা করতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে চলমান সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির পুনরায় অবনতি হওয়ায় রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। জনগণের জান-মাল ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকল্পে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সংবিধান ও দেশের প্রচলিত আইনের আলোকে তার প্রতিশ্রুত দায়িত্ব পালন করবে।

প্রসঙ্গত, সরকার পতনের এক দফা দাবি আদায়ের লক্ষ্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আজ রোববার থেকে শুরু হয়েছে। এই কর্মসূচি ঘিরে সারা দেশে সংঘাত–সংঘর্ষ, গুলি, পাল্টাপাল্টি ধাওয়ায় এখন পর্যন্ত অন্তত ৯৩ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ১৪ জন পুলিশ সদস্য।