এবার বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পের ৪৮ শীর্ষ ব্যবসায়ী। তারা জানিয়েছেন প্রাণহানির মধ্যে ব্যবসায়ীরা চুপ করে বসে থাকতে পারে না।
শনিবার সংহতি প্রকাশ করে একটি বিবৃতি দেন পোশাক ব্যবসায়ীরা।
বিবৃতিতে পোশাক ব্যবসায়ীরা বলেন, ‘আমরা দেশের সব নাগরিকের জন্য উদ্বেগ প্রকাশ করছি। যারা সাম্প্রতিক ঘটনাবলির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা দেখতে চাই, সঠিক তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনা হয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘যারা জীবন হারিয়েছেন এবং যারা হয়রানির মুখোমুখি হয়েছেন, তাদের প্রতি আমাদের গভীর দুঃখ ও সমবেদনা রয়েছে। সব জীবনই গুরুত্বপূর্ণ। আমরা ন্যায়বিচার নিশ্চিত করা এবং এই দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় অর্থনৈতিক কর্মকাণ্ড দ্রুততার সঙ্গে স্বাভাবিক করার জন্য আহ্বান জানাচ্ছি।’
বিবৃতিদাতারা হলেন- ইরাফ কম্পোজিট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ফজলে শামীম এহসান, শাসা ডেনিম লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শামস মাহমুদ, সায়েম ফ্যাশন লিমিটেডের ডিরেক্টর আবরার হোসাইন সায়েমসহ তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পের ৪৮ শীর্ষ ব্যবসায়ী।
দেশের বৃহত্তর স্বার্থে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তারা।