আগামীকাল শুক্রবার দেশব্যাপী ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বৃহস্পতিবার আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ঘোষণা দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদে মসজিদে দোয়া, শহীদদের কবর জিয়ারত, মন্দির-গির্জাসহ সব উপাসনালয়ে প্রার্থনার আয়োজন ও জুমার নামাজ শেষে ছাত্র-জনতার গণমিছিল অনুষ্ঠিত হবে।
কর্মসূচি সফল দেশের সব স্তরের নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে প্রশ্ন তুলে বলা হয়,‘সাংবিধানিক অধিকার চাওয়াটা কি আমাদের অপরাধ? কোন অপরাধে শত শত ভাইকে হত্যা করা হলো? আমরা এর জবাব জানি না। এর জবাব ও বিচার না নিয়ে আমরা আমাদের আন্দোলন থামাব না।’
মসজিদের ইমাম ও খতিবদের উদ্দেশ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আপনারা জাতির এই ক্রান্তিলগ্নে চুপ থাকবেন না। মসজিদের মিম্বার থেকে প্রতিবাদের ঘোষণা দিন।
‘মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের প্রতি আহ্বান জানাচ্ছি- এই দুঃসময়ে ঘরে বসে না থেকে বাদ জুমা মসজিদ ও মাদ্রাসা থেকে ছাত্র-জনতার গণমিছিল মিছিল বের করুন।’