০১:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিবেদন

‘কোটা আন্দোলনে নিহত বেশিরভাগের শরীরে প্রাণঘাতী গুলির চিহ্ন’

ছবি-সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারাদেশে এখন পর্যন্ত ২১১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগের শরীরে প্রাণঘাতী গুলি ও ছররা গুলির ক্ষত চিহ্ন ছিল।

আন্দোলন কেন্দ্র করে সহিংসতার ঘটনায় সারাদেশে ৭৯৮টি মামলা হয়েছে। গ্রেফতার হয়েছে ১০ হাজার ৩৭২ জন।

বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আন্দোলন কেন্দ্র করে সহিংসতার ঘটনায় সারাদেশে ৭৯৮টি মামলা হয়েছে। গ্রেফতার হয়েছে ১০ হাজার ৩৭২ জন। গ্রেফতার করা ব্যক্তিদের একটি বড় অংশ বিএনপি ও জামায়াতে ইসলামী এবং দল দুটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী। এছাড়াও ২৫৯ শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রতিষ্ঠানটি বলছে, পুলিশের মামলায় গুলির কথা উল্লেখ নেই। আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আন্দোলনকারী শিক্ষার্থী মারা যাওয়ার কথা কোনো মামলায় স্পষ্ট বলা হয়নি। এসব মামলার বাদি পুলিশ এবং আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতারা।

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিবেদন

‘কোটা আন্দোলনে নিহত বেশিরভাগের শরীরে প্রাণঘাতী গুলির চিহ্ন’

প্রকাশিত: ০৯:১৬:১৫ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারাদেশে এখন পর্যন্ত ২১১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগের শরীরে প্রাণঘাতী গুলি ও ছররা গুলির ক্ষত চিহ্ন ছিল।

আন্দোলন কেন্দ্র করে সহিংসতার ঘটনায় সারাদেশে ৭৯৮টি মামলা হয়েছে। গ্রেফতার হয়েছে ১০ হাজার ৩৭২ জন।

বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আন্দোলন কেন্দ্র করে সহিংসতার ঘটনায় সারাদেশে ৭৯৮টি মামলা হয়েছে। গ্রেফতার হয়েছে ১০ হাজার ৩৭২ জন। গ্রেফতার করা ব্যক্তিদের একটি বড় অংশ বিএনপি ও জামায়াতে ইসলামী এবং দল দুটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী। এছাড়াও ২৫৯ শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রতিষ্ঠানটি বলছে, পুলিশের মামলায় গুলির কথা উল্লেখ নেই। আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আন্দোলনকারী শিক্ষার্থী মারা যাওয়ার কথা কোনো মামলায় স্পষ্ট বলা হয়নি। এসব মামলার বাদি পুলিশ এবং আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতারা।