কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ।
আজ সোমবার মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
নাম প্রকাশ না করার শর্তে বৈঠকে উপস্থিত একজন মন্ত্রী এ তথ্য জানিয়েছেন।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন গত ১৮ জুলাই থেকে সংঘাত-সহিংসতায় রূপ নেয়। পরদিন সংঘাত-সহিংসতা দেশজুড়ে ছড়িয়ে পড়ে। সরকারি হিসেবে এ পর্যন্ত সহিংসতায় ছাত্র-জনতাসহ ১৪৭ জনের মৃত্যু হয়েছে। যদিও আন্দোলনকারীদের দাবি, নিহতের সংখ্যা ২৬৬।
পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ১৯ জুলাই রাত থেকে সারাদেশে কারফিউ জারি করে সরকার। মাঠে নামানো হয় সেনাবাহিনীর সদস্যদের।