মৌসুমি বায়ু কম সক্রিয় থাকায় দেশের কোথাও অতিভারী বৃষ্টির আভাস নেই। তবে দেশের কোথাও কোথাও হালকা আবার কোথাও ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
শুক্রবার (২৬ জুলাই) আবহাওয়াবিদ বজলুর রশিদ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় গত সাপ্তাহ থেকে দেশে বৃষ্টির পরিমাণ কমেছে। বিচ্ছিন্নভাবে কয়েক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে।
তিনি আরও জানান, আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে সারাদেশে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
শুক্রবার সকাল থেকে পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই তিনদিন খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
তবে, এসময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।