০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

গোল্ডেন বুটের দৌড়ে কেইন-ওলমোসহ ৬ জন

ছবি-ইন্টারনেট

স্পেন ও ইংল্যান্ডের মধ্যে ইউরোর ফাইনালের আগে একটি আলোচনায় ঘুরেফিরেই আসছে, তা হল কে জিতবেন এবারের গোল্ডেন বুট। সমান তিন গোল করে ফাইনালে থাকা হ্যারি কেইন বা দানি ওলমোর মধ্যে একজনই এটি জিতবেন বলেই ধারণা করা হচ্ছিল। তবে আগের নিয়ম থেকে সরে আসার কথা জানিয়েছে ইউয়েফা।

ফলে সর্বোচ্চ গোলস্কোরার যৌথভাবে যতজন হবেন, তারা সবাই যৌথভাবেই গোল্ডেন বুট বিজয়ী। এককভাবে খেতাবটি জিততে হলে গোল সংখ্যায় থাকতে হবে সবার ওপরে।

ইংল্যান্ডের অধিনায়ক ও স্ট্রাইকার হ্যারি কেন এবং স্পেনের ফরোয়ার্ড দানি ওলমো ছাড়াও আসরে যৌথভাবে তিন গোল করেছেন আরও চারজন। তারা হলেন কোডি গাকপো (নেদারল্যান্ডস), জর্জেস মিকাউতাদজে (জর্জিয়া), জামাল মুসিয়ালা (জার্মানি) এবং ইভান শ্রানস (স্লোভাকিয়া)।

কেইন ও ওলমো ছাড়া ফাইনালে থাকা আরও দুজনও যোগ হতে পারেন গোল্ডেন বুটের লড়াইয়ে। ইংল্যান্ডের জুড বেলিংহাম ও স্পেনের ফাবিয়ান রুইস দুজনই গোল করেছেন দুটি করে। তবে এক গোলে এগিয়ে থাকায় এককভাবে সর্বোচ্চ গোলস্কোরার হওয়ার লড়াইয়ে এগিয়ে থাকছেন কেইন ও ওলমোই।

গত আসরে অবশ্য চিত্রটা ভিন্নই ছিল। ইউরো ২০২০-এ যৌথভাবে সর্বোচ্চ পাঁচটি করে গোল করেছিলেন পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো ও চেক রিপাবলিকের প্যাট্রিক শিক। তবে আসরে কোনো অ্যাসিস্ট করেননি শিক, যা করেন রোনালদো। ফলে গোল্ডেন বুট জেতেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকাই।


সর্বশেষ খবর বাঙালনিউজ এর গুগল নিউজ চ্যানেলে


সূত্র: ঢাকা মেইল

গোল্ডেন বুটের দৌড়ে কেইন-ওলমোসহ ৬ জন

প্রকাশিত: ০৬:৩৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪

স্পেন ও ইংল্যান্ডের মধ্যে ইউরোর ফাইনালের আগে একটি আলোচনায় ঘুরেফিরেই আসছে, তা হল কে জিতবেন এবারের গোল্ডেন বুট। সমান তিন গোল করে ফাইনালে থাকা হ্যারি কেইন বা দানি ওলমোর মধ্যে একজনই এটি জিতবেন বলেই ধারণা করা হচ্ছিল। তবে আগের নিয়ম থেকে সরে আসার কথা জানিয়েছে ইউয়েফা।

ফলে সর্বোচ্চ গোলস্কোরার যৌথভাবে যতজন হবেন, তারা সবাই যৌথভাবেই গোল্ডেন বুট বিজয়ী। এককভাবে খেতাবটি জিততে হলে গোল সংখ্যায় থাকতে হবে সবার ওপরে।

ইংল্যান্ডের অধিনায়ক ও স্ট্রাইকার হ্যারি কেন এবং স্পেনের ফরোয়ার্ড দানি ওলমো ছাড়াও আসরে যৌথভাবে তিন গোল করেছেন আরও চারজন। তারা হলেন কোডি গাকপো (নেদারল্যান্ডস), জর্জেস মিকাউতাদজে (জর্জিয়া), জামাল মুসিয়ালা (জার্মানি) এবং ইভান শ্রানস (স্লোভাকিয়া)।

কেইন ও ওলমো ছাড়া ফাইনালে থাকা আরও দুজনও যোগ হতে পারেন গোল্ডেন বুটের লড়াইয়ে। ইংল্যান্ডের জুড বেলিংহাম ও স্পেনের ফাবিয়ান রুইস দুজনই গোল করেছেন দুটি করে। তবে এক গোলে এগিয়ে থাকায় এককভাবে সর্বোচ্চ গোলস্কোরার হওয়ার লড়াইয়ে এগিয়ে থাকছেন কেইন ও ওলমোই।

গত আসরে অবশ্য চিত্রটা ভিন্নই ছিল। ইউরো ২০২০-এ যৌথভাবে সর্বোচ্চ পাঁচটি করে গোল করেছিলেন পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো ও চেক রিপাবলিকের প্যাট্রিক শিক। তবে আসরে কোনো অ্যাসিস্ট করেননি শিক, যা করেন রোনালদো। ফলে গোল্ডেন বুট জেতেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকাই।


সর্বশেষ খবর বাঙালনিউজ এর গুগল নিউজ চ্যানেলে


সূত্র: ঢাকা মেইল