১০:২০ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ফ্রান্সকে হারিয়ে ১২ বছর পর ইউরোর ফাইনালে স্পেন

ইউরো চ্যার্ম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়েছে স্পেন। এই জয়ে ১২ বছর পর ইউরোর ফাইনালে জায়গা নিশ্চিত করল দে লা ফুয়েন্তের দল। সেইসাথে প্রথম দল হিসেবে ইউরোতে টানা ছয় ম্যাচ জেতার রেকর্ড গড়ল স্পেন। রেকর্ড হয়েছে লামিনে ইয়ামালেরও। ১৬ বছরের এই কিশোর এখন ইউরোর ইতিহাসের সবচেয়ে কম বয়েসী গোলদাতা।

বুধবার জার্মানির মিউনিখ ফুটবল এরিনাতে ২-১ গোলে জয় পায় স্পেন। দলের হয়ে গোল করেন লামিন ইয়ামাল ও দানি ওলমো। আর ফ্রান্সের হয়ে গোল করেন কোলো মুয়ানি।

সর্বশেষ ২০১২ সালে ফাইনাল খেলেছিল স্প্যানিশরা। ওই আসরে শিরোপাও জিতেছিল দলটি। এক যুগ পর ফাইনালে যাওয়া স্পেনের সামনে এবার শিরোপা জয়ের সুযোগ।

ম্যাচের অষ্টম মিনিটে কিলিয়ান এমবাপ্পের দারুণ ক্রসে কোলো মুয়ানি মাপা হেডে দলকে এগিয়ে নেন। ১-০ গোলে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে স্পেন।

৮ মিনিটে লিড নেওয়ার পর ফ্রান্স সেই লিড হারায়। ফ্রান্সের লিড হারাতে স্পেন সময় নিয়েছে মোটে ১৬ মিনিট। চার মিনিটের মধ্যে দুই গোল করে স্পেন ২-১ গোলের লিডে প্রথমার্ধ শেষ করে।

দ্বিতীয়ার্ধে আরও বেশ কিছু আক্রমণ করলেও গোলের দেখা পায়নি কোনো দল। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে স্প্যানিশরা।


সর্বশেষ খবর বাঙালনিউজ এর গুগল নিউজ চ্যানেলে


ফ্রান্সকে হারিয়ে ১২ বছর পর ইউরোর ফাইনালে স্পেন

প্রকাশিত: ০৭:০৩:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪

ইউরো চ্যার্ম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়েছে স্পেন। এই জয়ে ১২ বছর পর ইউরোর ফাইনালে জায়গা নিশ্চিত করল দে লা ফুয়েন্তের দল। সেইসাথে প্রথম দল হিসেবে ইউরোতে টানা ছয় ম্যাচ জেতার রেকর্ড গড়ল স্পেন। রেকর্ড হয়েছে লামিনে ইয়ামালেরও। ১৬ বছরের এই কিশোর এখন ইউরোর ইতিহাসের সবচেয়ে কম বয়েসী গোলদাতা।

বুধবার জার্মানির মিউনিখ ফুটবল এরিনাতে ২-১ গোলে জয় পায় স্পেন। দলের হয়ে গোল করেন লামিন ইয়ামাল ও দানি ওলমো। আর ফ্রান্সের হয়ে গোল করেন কোলো মুয়ানি।

সর্বশেষ ২০১২ সালে ফাইনাল খেলেছিল স্প্যানিশরা। ওই আসরে শিরোপাও জিতেছিল দলটি। এক যুগ পর ফাইনালে যাওয়া স্পেনের সামনে এবার শিরোপা জয়ের সুযোগ।

ম্যাচের অষ্টম মিনিটে কিলিয়ান এমবাপ্পের দারুণ ক্রসে কোলো মুয়ানি মাপা হেডে দলকে এগিয়ে নেন। ১-০ গোলে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে স্পেন।

৮ মিনিটে লিড নেওয়ার পর ফ্রান্স সেই লিড হারায়। ফ্রান্সের লিড হারাতে স্পেন সময় নিয়েছে মোটে ১৬ মিনিট। চার মিনিটের মধ্যে দুই গোল করে স্পেন ২-১ গোলের লিডে প্রথমার্ধ শেষ করে।

দ্বিতীয়ার্ধে আরও বেশ কিছু আক্রমণ করলেও গোলের দেখা পায়নি কোনো দল। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে স্প্যানিশরা।


সর্বশেষ খবর বাঙালনিউজ এর গুগল নিউজ চ্যানেলে