০৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

দেখে নিন কোপার সেমিফাইনালের সময়-সূচি

ছবি-সংগৃহীত

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল পর্বের সমাপ্তি হলো আজ। শেষ আটের লড়াই শেষে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ৪ দল। এবার ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে শুরু হবে সেমির লড়াই।

কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে টাইব্রেকারে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে ম্যাচটি সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে প্রথম শট নিয়েই মিস করেছিলেন লিওনেল মেসি। তবে ফুটবল জাদুকর লক্ষ্যভেদ করতে ব্যর্থ হলেও এরপর জাদু দেখিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। কাতার বিশ্বকাপের সেরা এই গোলরক্ষক দুইটি শট ঠেকিয়ে নিশ্চিত করেন তাঁর দলের সেমিফাইনালে খেলা।

এরপর ভেনেজুয়েলাকে টাইব্রেকারে হারিয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে কানাডা। হন্ডুরাসের পর দ্বিতীয় দল হিসেবে কোপা আমেরিকার প্রথম আসরে খেলতে নেমেই সেমিফাইনালে ওঠার রেকর্ড গড়েছে কানাডা।

এদিকে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আজ উরুগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল। আসরজুড়েই এবার ভিনিসিয়ুস-রদ্রিগোদের দল ছিল ছন্নছাড়া। দলে ভারসাম্যহীনতা নিয়েই আজ ভিনিসিয়ুসকে ছাড়াই শক্তিশালি উরুগুয়ের বিপক্ষে মাঠে নামে সেলেসাওরা। নির্ধারিত নব্বই মিনিটে দুই দলের কেউই গোল করতে পারেনি, পরে টাইব্রেকারে ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে মার্সেলো বিয়েলসার দল।

অপরম্যাচে পানামাকে গোলবন্যায় ভাসিয়েছে কলম্বিয়া। আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে উরুগুয়ের প্রতিপক্ষ হিসেবে শেষ চারে জায়গা নিশ্চিত করেছে জেমস রদ্রিগেজের দল।

টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আগামী ১০ জুলাই (বুধবার) মাঠে নামবে আর্জেন্টিনা-কানাডা। দুই দলের ম্যাচটি নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়। এরপর দ্বিতীয় সেমিফাইনালে ১১ জুলাই (বৃহস্পতিবার) নর্থ ক্যারোলিনার ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়ামে মাঠে নামবে উরুগুয়ে-কলম্বিয়া। এই ম্যাচটিও হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়।


সর্বশেষ খবর বাঙালনিউজ এর গুগল নিউজ চ্যানেলেসর্বশেষ খবর বাঙালনিউজ এর গুগল নিউজ চ্যানেলে


সূত্র: ঢাকা মেইল

দেখে নিন কোপার সেমিফাইনালের সময়-সূচি

প্রকাশিত: ০৪:৫৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল পর্বের সমাপ্তি হলো আজ। শেষ আটের লড়াই শেষে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ৪ দল। এবার ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে শুরু হবে সেমির লড়াই।

কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে টাইব্রেকারে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে ম্যাচটি সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে প্রথম শট নিয়েই মিস করেছিলেন লিওনেল মেসি। তবে ফুটবল জাদুকর লক্ষ্যভেদ করতে ব্যর্থ হলেও এরপর জাদু দেখিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। কাতার বিশ্বকাপের সেরা এই গোলরক্ষক দুইটি শট ঠেকিয়ে নিশ্চিত করেন তাঁর দলের সেমিফাইনালে খেলা।

এরপর ভেনেজুয়েলাকে টাইব্রেকারে হারিয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে কানাডা। হন্ডুরাসের পর দ্বিতীয় দল হিসেবে কোপা আমেরিকার প্রথম আসরে খেলতে নেমেই সেমিফাইনালে ওঠার রেকর্ড গড়েছে কানাডা।

এদিকে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আজ উরুগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল। আসরজুড়েই এবার ভিনিসিয়ুস-রদ্রিগোদের দল ছিল ছন্নছাড়া। দলে ভারসাম্যহীনতা নিয়েই আজ ভিনিসিয়ুসকে ছাড়াই শক্তিশালি উরুগুয়ের বিপক্ষে মাঠে নামে সেলেসাওরা। নির্ধারিত নব্বই মিনিটে দুই দলের কেউই গোল করতে পারেনি, পরে টাইব্রেকারে ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে মার্সেলো বিয়েলসার দল।

অপরম্যাচে পানামাকে গোলবন্যায় ভাসিয়েছে কলম্বিয়া। আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে উরুগুয়ের প্রতিপক্ষ হিসেবে শেষ চারে জায়গা নিশ্চিত করেছে জেমস রদ্রিগেজের দল।

টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আগামী ১০ জুলাই (বুধবার) মাঠে নামবে আর্জেন্টিনা-কানাডা। দুই দলের ম্যাচটি নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়। এরপর দ্বিতীয় সেমিফাইনালে ১১ জুলাই (বৃহস্পতিবার) নর্থ ক্যারোলিনার ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়ামে মাঠে নামবে উরুগুয়ে-কলম্বিয়া। এই ম্যাচটিও হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়।


সর্বশেষ খবর বাঙালনিউজ এর গুগল নিউজ চ্যানেলেসর্বশেষ খবর বাঙালনিউজ এর গুগল নিউজ চ্যানেলে


সূত্র: ঢাকা মেইল