১১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ব্রোঞ্জ জয়

এশিয়ান গেমসে নারীদের ক্রিকেটে আগের দুই আসরে রৌপ্য পদক জয়ের পর এবার বাংলাদেশের লক্ষ্য ছিল স্বর্ণপদকে। তবে, সেমিফাইনালে ভারতের বিপক্ষে হারে সেই স্বপ্ন পূর্ণতা পায়নি। তবে হাল ছাড়েনি বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে জয় বাংলাদেশকে এনে দিয়েছে ব্রোঞ্জ পদক। ৫ উইকেটের জয়ে সকালবেলায় বাংলাদেশকে সুখবর উপহার দিলেন জ্যোতি-শামিমারা।

ম্যাচ জিততে দরকার ছিল ৬৫ রান। হাংজুর উইকেটে এই রান তোলাও রীতিমত কষ্টকর। ২০ ওভারের ম্যাচে পদক জয় করে আনা খুব যে সহজ হবেনা, তা অনুমেয় ছিল। তবে, সেসব পাত্তাই দিলেন না দুই বাংলাদেশি ওপেনার শামীমা সুলতানা এবং সাথী রানি। ৫ ওভারেই তুলেছেন ২৭ রান। শক্ত ওপেনিং জুটি বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেয়।

এরপরেই অবশ্য উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ২৭ আর ব্যক্তিগত ১৩ রানে আউট হন শামীমা। সাদিয়া ইকবালের বলে সাজঘরে ফেরেন তিনি। ৩০ রানে সাথী আর ৩৪ রানে অধিনায়ক জ্যোতি আউট হলে শঙ্কায় পড়ে যায় বাংলাদেশ। বিপদ আরেকটু বাড়ে ৪৩ রানে শোভানা মোস্তারির আউটে। নাশারা সিন্ধু নিজের ৪ ওভারের স্পেলে আউট করেন ৩ টাইগ্রেস ব্যাটারকে।

তবে এরপর বিপদ বাড়তে দেননি স্বর্ণা আক্তার এবং রিতু মণি। লক্ষ্য যেখানে ৬৪, সেখানে তাদের ১৪ রানের জুটিই টাইগ্রেসদের দিয়েছে স্বস্তি। দলীয় ৫৭ রানে অবশ্য ফিরে গিয়েছিলেন রিতু। তবে তার ১৪ বলে ৭ রান এই লো-স্কোরিং ম্যাচের জন্য রেখেছে বড় অবদান।

এর আগে ৩য় স্থান নির্ধারণী ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আগেরদিন টস জিতে বাংলাদেশের ব্যাট করার সিদ্ধান্ত বিষ্মিত করেছিল সবাইকে। এবার আর সেই ভুল করলেন না টাইগ্রেস দলপতি।

সিদ্ধান্ত যে ভুল ছিল না তার প্রমাণও দেন বোলাররা। স্কোরবোর্ডে ১০ রান জমা করতেই তারা খুইয়েছে ৩ উইকেট। নবম ওভারে বল করতে এসেই ১৩ রান করা সাদাফকে ফিরিয়েছেন রাবেয়া খান। ১৮ রানে নেই পাকিস্তানের চার উইকেট।

এরপরেই যেন ঘুরে দাঁড়ানোর মিশন পাকিস্তানি মেয়েদের। নাতালিয়ার সঙ্গে অধিনায়ক নিদা রশিদ করেন ১৮ রানের জুটি। ছোট্ট এই পার্টনারশিপই পাকিস্তানকে আশা দেখাতে শুরু করে। নাতালিয়াকে ১১ রানেই অবশ্য থামান সানজিদা মেঘলা। ৩৬ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান।

এরপর বড় কোন জুটি না হলেও রান এসেছে নিয়মিত। আলিয়া রিয়াজের ১৮ বলে ১৭, নিদা রশিদের ১৮ বলে ১৪ পাকিস্তানকে ৫০ পেরুতে সাহায্য করে। নবম উইকেট জুটিতে আসে ২০ রান। তাতেই ৬৪ রানে থামে পাকিস্তানের ইনিংস। হাংজুর পিচে এটাই হতে পারত লড়াকু পুঁজি। তবে দিনটা ছিল টাইগ্রেসদের। ছোট লক্ষ্য পার হতে কষ্ট হলেও জয় এসেছে বাংলাদেশের পক্ষেই।

খবর : ঢাকা পোস্ট 

বিষয়

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ব্রোঞ্জ জয়

প্রকাশিত: ০৪:০১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩

এশিয়ান গেমসে নারীদের ক্রিকেটে আগের দুই আসরে রৌপ্য পদক জয়ের পর এবার বাংলাদেশের লক্ষ্য ছিল স্বর্ণপদকে। তবে, সেমিফাইনালে ভারতের বিপক্ষে হারে সেই স্বপ্ন পূর্ণতা পায়নি। তবে হাল ছাড়েনি বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে জয় বাংলাদেশকে এনে দিয়েছে ব্রোঞ্জ পদক। ৫ উইকেটের জয়ে সকালবেলায় বাংলাদেশকে সুখবর উপহার দিলেন জ্যোতি-শামিমারা।

ম্যাচ জিততে দরকার ছিল ৬৫ রান। হাংজুর উইকেটে এই রান তোলাও রীতিমত কষ্টকর। ২০ ওভারের ম্যাচে পদক জয় করে আনা খুব যে সহজ হবেনা, তা অনুমেয় ছিল। তবে, সেসব পাত্তাই দিলেন না দুই বাংলাদেশি ওপেনার শামীমা সুলতানা এবং সাথী রানি। ৫ ওভারেই তুলেছেন ২৭ রান। শক্ত ওপেনিং জুটি বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেয়।

এরপরেই অবশ্য উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ২৭ আর ব্যক্তিগত ১৩ রানে আউট হন শামীমা। সাদিয়া ইকবালের বলে সাজঘরে ফেরেন তিনি। ৩০ রানে সাথী আর ৩৪ রানে অধিনায়ক জ্যোতি আউট হলে শঙ্কায় পড়ে যায় বাংলাদেশ। বিপদ আরেকটু বাড়ে ৪৩ রানে শোভানা মোস্তারির আউটে। নাশারা সিন্ধু নিজের ৪ ওভারের স্পেলে আউট করেন ৩ টাইগ্রেস ব্যাটারকে।

তবে এরপর বিপদ বাড়তে দেননি স্বর্ণা আক্তার এবং রিতু মণি। লক্ষ্য যেখানে ৬৪, সেখানে তাদের ১৪ রানের জুটিই টাইগ্রেসদের দিয়েছে স্বস্তি। দলীয় ৫৭ রানে অবশ্য ফিরে গিয়েছিলেন রিতু। তবে তার ১৪ বলে ৭ রান এই লো-স্কোরিং ম্যাচের জন্য রেখেছে বড় অবদান।

এর আগে ৩য় স্থান নির্ধারণী ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আগেরদিন টস জিতে বাংলাদেশের ব্যাট করার সিদ্ধান্ত বিষ্মিত করেছিল সবাইকে। এবার আর সেই ভুল করলেন না টাইগ্রেস দলপতি।

সিদ্ধান্ত যে ভুল ছিল না তার প্রমাণও দেন বোলাররা। স্কোরবোর্ডে ১০ রান জমা করতেই তারা খুইয়েছে ৩ উইকেট। নবম ওভারে বল করতে এসেই ১৩ রান করা সাদাফকে ফিরিয়েছেন রাবেয়া খান। ১৮ রানে নেই পাকিস্তানের চার উইকেট।

এরপরেই যেন ঘুরে দাঁড়ানোর মিশন পাকিস্তানি মেয়েদের। নাতালিয়ার সঙ্গে অধিনায়ক নিদা রশিদ করেন ১৮ রানের জুটি। ছোট্ট এই পার্টনারশিপই পাকিস্তানকে আশা দেখাতে শুরু করে। নাতালিয়াকে ১১ রানেই অবশ্য থামান সানজিদা মেঘলা। ৩৬ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান।

এরপর বড় কোন জুটি না হলেও রান এসেছে নিয়মিত। আলিয়া রিয়াজের ১৮ বলে ১৭, নিদা রশিদের ১৮ বলে ১৪ পাকিস্তানকে ৫০ পেরুতে সাহায্য করে। নবম উইকেট জুটিতে আসে ২০ রান। তাতেই ৬৪ রানে থামে পাকিস্তানের ইনিংস। হাংজুর পিচে এটাই হতে পারত লড়াকু পুঁজি। তবে দিনটা ছিল টাইগ্রেসদের। ছোট লক্ষ্য পার হতে কষ্ট হলেও জয় এসেছে বাংলাদেশের পক্ষেই।

খবর : ঢাকা পোস্ট