১০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রুদ্ধশ্বাসম্যাচে জার্মানিকে হারিয়ে শেষ চারে স্পেন

দুরন্ত কামব্যাক জার্মানির। তবুও শেষরক্ষা হল না। এক্সট্রা টাইমের শেষ মিনিটে ওলমোর পাস থেকে মিকেল মোরিনহোর গোল পার্থক্য গড়ে দল। ৯০ মিনিটের একেবারে শেষদিকে গোল করে ম্যাচে সমতা ফেরায় জার্মানি। চিরকালই গোল খাওয়ার পর তারা ভয়ঙ্কর। এদিনও তার অন্যথা হল না ফ্লোরিয়ান ওয়ার্টজের গোল ৯০ মিনিটের লড়াইয়ে সমতা এনে দেয়। তবে ম্যাচে শেষ হাসি হাসে স্প্যানিশ আর্মাডা।


সর্বশেষ খবর বাঙালনিউজ এর গুগল নিউজ চ্যানেলে


স্বাগতিক জার্মানির বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দারুণ খেলছিল স্পেন। প্রথমার্ধে আক্রমণের পর আক্রমণ শানিয়েও গোল পায়নি তারা। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে এগিয়ে যায় স্প্যানিশরা। কিন্তু অন্তিম মুহূর্তে জার্মানি ফেরায় সমতা। তাতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

এবার অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে মাইকেল মেরিনোর গোলে স্পেন ২-১ ব্যবধানে জার্মানিকে হারিয়ে জায়গা করে নেয় শেষ চারে। এ নিয়ে ষষ্ঠবারের মতো তারা উঠলো ইউরোর সেমিফাইনালে।

এবার সেমিফাইনালে পর্তুগাল অথবা ফ্রান্সের মুখোমুখি হবে ইমায়াল-ওলমোরা।

রুদ্ধশ্বাসম্যাচে জার্মানিকে হারিয়ে শেষ চারে স্পেন

প্রকাশিত: ০১:০১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪

দুরন্ত কামব্যাক জার্মানির। তবুও শেষরক্ষা হল না। এক্সট্রা টাইমের শেষ মিনিটে ওলমোর পাস থেকে মিকেল মোরিনহোর গোল পার্থক্য গড়ে দল। ৯০ মিনিটের একেবারে শেষদিকে গোল করে ম্যাচে সমতা ফেরায় জার্মানি। চিরকালই গোল খাওয়ার পর তারা ভয়ঙ্কর। এদিনও তার অন্যথা হল না ফ্লোরিয়ান ওয়ার্টজের গোল ৯০ মিনিটের লড়াইয়ে সমতা এনে দেয়। তবে ম্যাচে শেষ হাসি হাসে স্প্যানিশ আর্মাডা।


সর্বশেষ খবর বাঙালনিউজ এর গুগল নিউজ চ্যানেলে


স্বাগতিক জার্মানির বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দারুণ খেলছিল স্পেন। প্রথমার্ধে আক্রমণের পর আক্রমণ শানিয়েও গোল পায়নি তারা। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে এগিয়ে যায় স্প্যানিশরা। কিন্তু অন্তিম মুহূর্তে জার্মানি ফেরায় সমতা। তাতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

এবার অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে মাইকেল মেরিনোর গোলে স্পেন ২-১ ব্যবধানে জার্মানিকে হারিয়ে জায়গা করে নেয় শেষ চারে। এ নিয়ে ষষ্ঠবারের মতো তারা উঠলো ইউরোর সেমিফাইনালে।

এবার সেমিফাইনালে পর্তুগাল অথবা ফ্রান্সের মুখোমুখি হবে ইমায়াল-ওলমোরা।