চলতি ইউরো চ্যাম্পিয়নশিপের সেরা আট দল নিশ্চিত হয়ে গেছে। অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তুরস্ক। আগেই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ৭ দল।
এবারের ইউরোতে কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পাওয়া দলগুলো হলো- ইংল্যান্ড, জার্মানি, স্পেন, সুইজারল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল, নেদারল্যান্ডস ও তুরস্ক।
আগামী শুক্রবার (৫ জুলাই) শুরু হবে কোয়ার্টার ফাইনাল। এই পর্বে কোন দল কোন দলের বিপক্ষে খেলবে, সেটি চূড়ান্ত হয়ে গেছে।
প্রথম ম্যাচেই স্পেনের মুখোমুখি হবে স্বাগতিক জার্মানি। ম্যাচটি হবে স্টুগার্ট স্টেডিয়ামে। ওইদিন রাত ১টায় ভল্কস্পার্কস্টেডিয়ামে কিলিয়ান এমবাপের ফ্রান্সের মুখোমুখি হবে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল পর্তুগাল।
৬ জুলাই শনিবার সুইজারল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড। ডুসেলডার্ফ অ্যারেনায় বাংলাদেশ সময় রাত ১০টায় হবে ম্যাচটি। একইদিন রাত ১টায় বার্লিনের অলিম্পিয়াস্টেডিয়ামে তুরস্কের মুখোমুখি হবে নেদারল্যান্ডস।
সূত্র: জাগো নিউজ