ইতিহাস গড়লো আফগানিস্তান। প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেলো রশিদ খানের দল। বাংলাদেশকে ৮ রানে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করলো আফগানরা। শেষ চারে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ ৭ উইকেটে ৮৩ রান তোলে ১২.১ ওভারে। ফলে সেমির আশা সেখানেই শেষ। তখন জয়ের আশা ছিল শুধু। আর লিটন ভাল লড়াই করেছেন।
লিটন ৪১ বলে ফিফটি করেন। আর এতে বাংলাদেশ লড়াইয়ে ছিল। জয়ের আশা ছিল তাদের।
বাংলাদেশকে হারানোর সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়াকেও সুপার এইট থেকে বিদায় করে দিলো আফগানিস্তান। অথচ সেমি সেমিতে ওঠার দারুণ সুযোগ ছিল বাংলাদেশেরও। সুযোগটা নিতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল।
এদিন সেন্ট লুসিয়ায় বৃষ্টি বাগড়া দেয়। আর এতে কঠিন হয়ে যায় লড়াই। বাংলাদেশকে ৭৩ বলে ১১৬ রান করতে হবে। তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হাসান শান্ত সবাই হতাশ করেন।
লিটন দাস এদিন দাঁড়িয়ে যান। ভাল চেষ্টা করেছেন তিনি। তবে রশিদ খানের লেগ স্পিনে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। সাকিব আল হাসানও এদিন ফ্লপ।
রশিদ খান বাংলাদেশের সৌম্য সরকার, হৃদয়, রিয়াদ ও রিশাদকে আউট করেন।
এর আগে আফগানিস্তান ৫ উইকেটে ১১৫ রান তোলে। রহমানউল্লাহ গুরবাজ ৫৫ বলে ৪৩ রান করেন। রিশাদ ৩ উইকেট নেন।
এ ম্যাচে সৌম্য ও তাসকিন ফেরেন। বাদ পড়েন জাকের আলী ও মাহেদী হাসান।