০৭:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
ইউরো ২০২৪

শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখলো স্কটল্যান্ড

ছবি: ইন্টারনেট

জার্মানির কাছে ৫-১ ব্যবধানে বড় হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়ালো স্কটল্যান্ড। সুইজারল্যান্ডের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে ১-১ গোলে ড্র করে ইউরো চ্যাম্পিয়নশিপে শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখলো তারা।

এই ড্রয়ের পর ‘এ’ গ্রুপের ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে স্কটল্যান্ড। ৪ পয়েন্ট নিয়ে সুইজারল্যান্ড দুইয়ে, ৬ পয়েন্ট নিয়ে এরই মধ্যে শেষ ষোলো নিশ্চিত হয়ে গেছে জার্মানির।

শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ।  ১৩ মিনিটে কাউন্টার অ্যাটাকে এগিয়ে যায় স্কটল্যান্ড। কলাম ম্যাকগ্রেগরের কাছ থেকে বক্সের মধ্যে বল পেয়ে বাঁ পায়ে শট নেন স্কট ম্যাক টমিনে। সুইজারল্যান্ডের ফ্যাবিয়েন শায়ের পা দিয়ে ক্লিয়ার করতে গেলে বল জালে ঢুকে যায়।

২৬ মিনিটে ঠিকই সুইসদের সমতায় ফেরান জেরডান শাকিরি। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধেও আক্রমণ পাল্টা আক্রমণ চলেছে স্কটল্যান্ড আর সুইজারল্যান্ডের। তবে শেষ পর্যন্ত ১-১ সমতায়ই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।

ইউরো ২০২৪

শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখলো স্কটল্যান্ড

প্রকাশিত: ০১:১৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪

জার্মানির কাছে ৫-১ ব্যবধানে বড় হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়ালো স্কটল্যান্ড। সুইজারল্যান্ডের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে ১-১ গোলে ড্র করে ইউরো চ্যাম্পিয়নশিপে শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখলো তারা।

এই ড্রয়ের পর ‘এ’ গ্রুপের ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে স্কটল্যান্ড। ৪ পয়েন্ট নিয়ে সুইজারল্যান্ড দুইয়ে, ৬ পয়েন্ট নিয়ে এরই মধ্যে শেষ ষোলো নিশ্চিত হয়ে গেছে জার্মানির।

শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ।  ১৩ মিনিটে কাউন্টার অ্যাটাকে এগিয়ে যায় স্কটল্যান্ড। কলাম ম্যাকগ্রেগরের কাছ থেকে বক্সের মধ্যে বল পেয়ে বাঁ পায়ে শট নেন স্কট ম্যাক টমিনে। সুইজারল্যান্ডের ফ্যাবিয়েন শায়ের পা দিয়ে ক্লিয়ার করতে গেলে বল জালে ঢুকে যায়।

২৬ মিনিটে ঠিকই সুইসদের সমতায় ফেরান জেরডান শাকিরি। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধেও আক্রমণ পাল্টা আক্রমণ চলেছে স্কটল্যান্ড আর সুইজারল্যান্ডের। তবে শেষ পর্যন্ত ১-১ সমতায়ই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।