প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টি সিরিজে হারানোর লক্ষ্যে আজ ৩য় ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছিল বাংলাদেশ। এমন সিদ্ধান্ত কতটা সঠিক, সেটি জানতে বাংলাদেশের ইনিংস শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
যদিও টাইগারদের অনিয়ন্ত্রিত বোলিংকে কাজে লাগিয়ে প্রথমে ব্যাট করা লংকানরা গড়েছে বড় স্কোর। টি-টোয়েন্টিতে ক্যারিয়ারসেরা ইনিংস খেলেছেন কুশল মেন্ডিস (৮৬ রান)। তার দুর্দান্ত ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে সফরকারীরা তুলেছে ৭ উইকেটে ১৭৪ রান।
অবশ্য ডেথ ওভারে বাংলাদেশের বোলিং ছিল দারুণ। ফলে দুইশ রানের দিকে ছোটা লংকানরা বেশিদূর যেতে পারেনি। শেষ ৫ ওভারে মাত্র ৩৯ রান তুলতে পারে তারা। এর পেছনে অবদান ছিল ১৬ ও ১৭তম ওভারের। দুই ওভারে রিশাদ হোসেন ও তাসকিন দেন যথাক্রমে ৩ ও ২ রান।
এর আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টানা তৃতীয় ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত। টি-টোয়েন্টিতে ক্যারিয়ারসেরা ইনিংস খেলেছেন কুশল মেন্ডিস (৮৬ রান)। তার দুর্দান্ত ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে সফরকারীরা তুলেছে ৭ উইকেটে ১৭৪ রান।