রংপুর রাইডার্সের দলীয় পারফরম্যান্সের কাছে হেরে গেলো বিপিএলে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথমে বাট করে ১৬৫ রান তোলার পর রংপুরের বোলাররা খুবই নিয়ন্ত্রিত বোলিং করলেন এবং দলকে জয় উপহারে দিলেন ৮ রানের ব্যবধানে।
শেষ ওভারটা হলো বেশ নাটকীয়। জয়ের জন্য প্রয়োজন ছিল ২৯ রানের। উইকেটে ছিলেন সেট হওয়া ব্যাটার তাওহিদ হৃদয় ৩৮ রান নিয়ে। তার সঙ্গী রেমন রেইফার ১ রান নিয়ে। বোলার সাকিব আল হাসান।
সাকিবের প্রথম বলটি ছিল ওয়াইড। প্রথম দুই বৈধ ডেলিভারিতেই আউট দু’জন। তাওহিদ হৃদয় হলেন রানআউট এবং আমের জামাল ক্যাচ দিয়ে ফেরেন বাবর আজমের হাতে। পরের চার বলে ১৮ রান নিলেন জাকের আলি। দুটি ছক্কা, একটি বাউন্ডারি এবং একটি ডাবলস নিলেন তিনি।
২০ রান উঠলো শেষ ওভার থেকে। ত্বুও হারতে হলো তাদেরকে ৮ রানের ব্যবধানে।