সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলন চলছে। এ অবস্থায় মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও মোবাইল ইন্টারনেটে ফেসবুক ও হোয়াটসঅ্যাপও বন্ধ করে দেওয়া হয়েছে।
একটি মোবাইল ফোন অপারেটরের শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ফোরজি সেবা বন্ধের নির্দেশনা তাদের কাছে এসেছে।
এর আগে, মোবাইল নেটওয়ার্কে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহার করা যাচ্ছে না বলে অভিযোগ পাওয়া যায়। একইসঙ্গে মোবাইল নেটওয়ার্কে কাজ করছিল না রাশিয়াভিত্তিক মেসেজিং অ্যাপ টেলিগ্রামও। তবে ব্রডব্যান্ড সংযোগে স্বাভাবিকভাবে চলছে ফেসবুক।
প্রসঙ্গত, সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলমান অসহযোগ আন্দোলনে এখন পর্যন্ত সারা দেশে তিন জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে মুন্সিগঞ্জে গুলিবিদ্ধ হয়ে দুইজন এবং মাগুরায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও সারা দেশে রোববার (৪ আগস্ট) সকাল থেকে সংঘাত-সংঘর্ষ, হামলা, ভাঙচুর চলছে।