সুনামগঞ্জের ছাতকে বজ্রপাতে আমির উদ্দিন (৩২) নামেন এক হাঁসের খামারির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকাল ৫ টায় গ্রামের পাশ্ববর্তী হাওরে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আব্দুস সালাম। তিনি ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, নিহত যুবক একজন হাঁসের খামারি। তিনি হাঁসকে খাবার খাওয়াতে প্রতিদিন হাওরে যান। প্রতিদিনকার মতো আজ হাওরে হাঁস নিয়ে গিয়েছিলেন৷ বিকালে ঝড়ের কবলে পড়ে বজ্রাঘাতে মৃত্যু হয় তার।
ছাতক থানার ওসি মুখলেছুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।