সিলেট সদর উপজেলায় ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে খাদিমনগর ইউনিয়নের লুসাইন গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত মো. মুজিবুর রহমান (৪৮) লুসাইন গ্রামের মৃত মনো মিয়ার ছেলে।
সূত্র জানায়, মুজিবুর রহমানের সাথে তার ভাইসহ আত্মীয়-স্বজনদের ভূমি নিয়ে বিরোধ চলছিলো। এই বিরোধের মধ্যে নতুন করে সৃষ্টি হয় পরিবারের একটি বাল্য বিবাহের বিষয়। মূলত মুজিবুর রহমানের ছোট ভাই মৃত ছাইফুর রহমানের এক মেয়েকে বাল্যবিবাহ দেওয়াকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটে।
এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানান, এ ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহন করা হয়েছে। ঘটনার মূলহোতা ময়বুরকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।