সিলেটের দলদলি চা বাগান এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই গ্রুপের উত্তেজনার জেরে ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত তুষার আহমদ চৌধুরী (১৯) সিলেট নগরীর রায়নগর এলাকার বাসিন্দা।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন- আমরা ঘটনাস্থলে রয়েছি। বিস্তারিত জানার চেষ্টা করছি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।