সিলেট মহানগরীর ৭ নং ওয়ার্ডের মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজমা আক্তার নাজু ওরফে নাজমা খান আরজুকে (৪৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯।
সোমবার রাতে নগরীর বালুচর এলাকাস্থ ভাড়াটে বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। চব্বিশের গণঅভ্যুত্থানের পর দায়েরকৃত একাধিক হত্যা ও নাশকতা মামলার আসামি নাজমা। নাজমার বাড়ি সিলেটের জালালাবদ থানার জাহাঙ্গীরনগর এলাকায়।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, নগরীর বিভিন্ন থানায় দায়ের করা ৩টি মামলার এজাহারভুক্ত আসামি নাজমা। গ্রেফতারের পর তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি জিয়াউল হক জিয়া বলেন, নাজমাকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।